সেজে গুজে বিয়েবাড়িতে পাঁঠার মাংসে কামড় দিতেই কি লিপস্টিক উঠে যায়? তাহলে আপনার জন্য এই সিক্রেট টিপস জরুরি। ঠোঁটের মেক আপের পর ঠোঁটে লাগান লুজ পাউডার। এরফলে লিপস্টিক অনেক দিন ধরে থাকে। এরপর কী করবেন দেখে নিন।
1/7বিয়ে বাড়িতে সেজেগুজে গিয়ে, স্টার্টারে চিকেন পকোড়া খেয়েই ঠোঁটের লিপস্টিক উঠে গেলে কার ভালো লাগে? এরপর বিয়ে বাড়ির ফুচকার স্টলের দিকে এগোতে একেবারেই আর ইচ্ছে করে না। অগত্যা ওয়াশরুমে গিয়ে ফেল লিপস্টিক লাগিয়ে তারপর ফটোসেশনে দাঁড়াতে হয়। আপনার এই সমস্যা থাকলে, ঝটপট জেনে নিন কীভাবে অনেকক্ষণ ধরে ঠোঁটে লিপস্টিক এক্কেবারে সঠিকভাবে ধরে রাখা যায়।
2/7লিপবাম- রোজ যাঁরা লিপস্টিক ব্যবহার করেন, তাঁরা জানেন যে ঠোঁটে লিপ বাম লাগিয়ে লিপস্টিক পরলে তার উজ্জ্বলতা দেখা যায়। ফলে লিপ বাম ঠোঁটে প্রথমে লাগিয়ে তারপর পরুন লিপস্টিক। এতে লিপস্টিক অনেকক্ষণই থাকবে ঠোঁটে।
3/7ম্যাট লিপস্টিক পরলেই যদি ঠোঁট ফাটে তাহলে কী করণীয়- অনেকেই ম্যাট লিপস্টিক ব্যবহার করলে তাঁর ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা হয়। এই সমস্যা থেকে বের হতে ঠোঁটের যত্নে আলাদা করে অর্গান অয়েল বা নারকেল তেল ব্যবহার করতে পারেন।
4/7লাইনার- লিপস্টিকের উজ্জ্বলতা যাতে ঠোঁটে একেবারে অবিকল থাকে, তার জন্য ওয়াটার প্রুফ লিপ লাইনার ব্যবহার করতে হবে। এতে লিপস্টিক এনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে।
5/7ফাউন্ডেশন বেস- ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে, ফাউন্ডেশন বেস লাগান। এতে লিপস্টিক অনেকক্ষণ একইভাবে থাকে। ঠোঁটের রঙও উজ্জ্বল লাগে।
6/7ডেড স্কিন সরাতে হবে- লিপস্টিকের উজ্জ্বলতা অনেকক্ষণ ধরে রাখতে প্রথমেই লং লাস্টিং লিপস্টিকের দিকে ঝুঁকতেই পাপেন আপনি। তবে ঠোঁটের ত্বক যদি ময়শ্চারাইজড হয়, তাহলে আপনি লিপস্টিককে অনেকক্ষণ ঠোঁটে ধরে রাখতে পারবেন। এজন্য ঠোঁটের ডেডস্কিন সরিয়ে ফেলতে হবে।
7/7সিক্রেট টিপস: ঠোঁটের মেক আপের পর ঠোঁটে লাগান লুজ পাউডার। এরফলে লিপস্টিক অনেক দিন ধরে থাকে। এছাড়াও লিপস্টিক ব্যবহারের আগে লিপ বাম লাগিয়ে তা ১০ মিনিট রেখে মুছে ফেলুন। তারপর লাগান লিপস্টিক। এতে আপনার ঠোঁট কেড়ে নিতে পারে অনেকের হৃদয়!