বাংলা নিউজ >
ছবিঘর >
SBI-তে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলবেন কীভাবে?
SBI-তে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলবেন কীভাবে?
Updated: 20 Feb 2022, 08:45 PM IST
Soumick Majumdar
পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে সুদের হার কত?
1/6 বুধবার সকালেই ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানোর কথা বর্তমানে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ। অথচ ভালো রিটার্নের অপশন হল PPF এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা। কিন্তু অনেকেই বুঝতে পারেন না এগুলির জন্য কী কী নথি প্রয়োজন। তাঁদের জন্যই সেই তথ্য রইল এক নজরে। ফাইল ছবি : মিন্ট (PTI)
2/6 স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(SBI) গ্রাহকরা অনলাইনেও পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাছাড়া নিম্নলিখিত নথিগুলি নিয়ে ব্যাঙ্কের নিকটতম শাখায় গেলেই হবে। ব্যাঙ্ক আধিকারিকরাই এ বিষয়ে গাইড করবেন। তবুও জেনে রাখুন, কী কী নথি নিয়ে যাওয়া উচিত্। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (PTI)
3/6 পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় নথি - নমিনেশন ফর্ম, পাসপোর্ট সাইজ ছবি, PAN কার্ডের কপি। সেইসঙ্গে ব্যাঙ্কের KYC-র নিয়ম অনুসারে আইডি প্রুফ এবং আবাসিক প্রমাণ৷ ফাইল ছবি : পিটিআই (PTI)
4/6 বর্তমানে, PPF অ্যাকাউন্টে সুদের হার ৭.১ শতাংশ। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/6 সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় নথিগুলি হল- SSY অ্যাকাউন্ট খোলার ফর্ম, বেনেফিসিয়ারির বার্থ সার্টিফিকেট, বেনেফিসিয়ারির অভিভাবক বা পিতা-মাতার ঠিকানা প্রমাণ, অভিভাবক বা সুবিধাভোগীর বাবা-মায়ের আইডি প্রুফ। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (PTI)
6/6 বর্তমানে, SSY অ্যাকাউন্টে সুদের হার ৭.৬ শতাংশ৷ ফাইল ছবি : পিটিআই (PTI)
অন্য গ্যালারিগুলি