কোনও ওষুধ নয়, অনেক দিনের বিষয়ও নয়। কয়েকটি ঘরোয়া উপাদান দিয়েই কমিয়ে ফেলা যায় ব্রণ। তাও মাত্র এক দিনেই।
1/7গরম কালে গালে ব্রণর পরিমাণ বেড়ে যায়। এর পরে বর্ষা এলে এবার নানা ধরনের জীবাণুর বাড়বাড়ন্ত হয়। সব মিলিয়ে গালে বাড়তে থাকে ব্রণর পরিমাণ।
2/7কিন্তু এই ব্রণর হাত থেকে মুক্তির উপায় কী? না, ওষুধের দরকার হবে না। বা অনেক দিন সময়ও লাগবে না। মাত্র এক দিনেই চলে যেতে পারে এই ব্রণ। তাও এক দম ঘরোয়া পদ্ধতিতে। দেখে নেওয়া যাক, কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
3/7১। অ্যালো ভেরা: এই গাছের পাতার রস মুখে লাগালে ব্রণ কমে যেতে পারে। এক দিন সকালে ব্যবহার করলে পরের দিনের মধ্যেই কমে যেতে পারে ব্রণ। এই জেলের সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিলে আরও ভালো ফল পাওয়া যায়।
4/7২। হলুদ গুঁড়ো: এটিও এই কাজ দারুণভাবে করতে পারে। হলুদের সঙ্গেও সামান্য মধু মিশিয়ে ব্রণর জায়গায় লাগান। রাতারাতি সমস্যা কমে যাবে।
5/7৩। অ্যাপেল সিজার ভিনিগার: এই ভিনিগার ব্রণ কমাতে দারুণ কাজ করে। এটি ব্রণর উপর রাতে লাগিয়ে দিন। সকালে ব্রণ কমে যাবে। যদিও এটি সকলের ত্বকের জন্য ভালো নয়। কারও কারও এর কারণে প্রদাহ হতে পারে। তাঁদের এই ভিনিগার এড়িয়ে যাওয়া উচিত।
6/7৪। নিমপাতা: ব্রণর অব্যর্থ ওষুধ। রাতে নিমপাতা ভিজিয়ে রাখুন। সকালে সেই পাতাগুলি জল থেকে তুলে একটু থেঁতো করে পেস্ট বানিয়ে নিন। পেস্টটি ব্রণর উপরে লাগান। মিনিট ২০ রেখে দিয়ে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। সমস্যা কমে যাবে।