সিবিডিসি বা ডিজিটাল মুদ্রার প্রচলন ডিজিটাল অর্থনীতিতে গতি আনবে। কিন্তু অনেকেই এটি UPI পেমেন্টের সঙ্গে গুলিয়ে ফেলছেন।
1/6বাজেটে কেন্দ্রীয় ব্যাঙ্কের ডিজিটাল মুদ্রার কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, সিবিডিসি বা ডিজিটাল মুদ্রার প্রচলন ডিজিটাল অর্থনীতিতে গতি আনবে। কিন্তু অনেকেই এটি UPI পেমেন্টের সঙ্গে গুলিয়ে ফেলছেন। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (REUTERS)
2/6কিন্তু ডিজিটাল মুদ্রা ও UPI এক নয়। দুটির মধ্যে পার্থক্য বোঝার জন্য, ডিজিটাল মুদ্রা কী, তা জানা প্রয়োজন। ফাইল ছবি : পিটিআই (REUTERS)
3/6'ডিজিটাল রুপি' মুদ্রা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ডিজিটাল আকারে জারি করবে। এটি প্রকৃত মুদ্রার মতোই হবে। কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা, বা (CBDCs) হল একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা। এগুলি মূলত ফিয়াট মুদ্রার ডিজিটাল সংস্করণ (ইলেকট্রনিক আকারে)। (REUTERS)
4/6'এগুলি পণ্য বা পণ্যের উপর দাবি নয়। কারণ এগুলির কোনও অন্তর্নিহিত মূল্য নেই। একটি CBDC কেন্দ্রীয় ব্যাঙ্কের জারি করা কাগজের মুদ্রার মতোই। কিন্তু কাগজের বদলে খালি ডিজিটাল রূপ,' জানিয়েছিলেন আরবিআই গভর্নর। (প্রতীকী ছবি: রয়টার্স) (REUTERS)
5/6ডিজিটাল মুদ্রা ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে, ক্রিপ্টোর মতো এক ডিজিটাল ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে স্থানান্তরিত হবে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
6/6অন্যদিকে UPI হল ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। এটি এমন একটি সিস্টেম যা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টকে একটি একক মোবাইল অ্যাপ্লিকেশনে (যেকোনও অংশগ্রহণকারী ব্যাঙ্কের), বিভিন্ন ব্যাঙ্কিং ফিচার্স, নিরবিচ্ছিন্ন তহবিল রাউটিং এবং মার্চেন্ট পেমেন্টকে একত্রিত করে। ফাইল ছবি : ইউপিআই (REUTERS)