Howrah Local Trains Cancelled: এবার হাওড়া শাখায় বাতিল বহু লোকাল, দেরিতে ছাড়বে বহু ট্রেন, জানুন বিশদে
Updated: 09 Jun 2024, 01:06 PM ISTশিয়ালদায় লোকাল ট্রেনের যাত্রীদের বিগত দু'দিন ধরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আজ এবং সোমবার সকালেও এই ভোগান্তি জারি থাকতে পারে। এরই মাঝে রবিবার হাওড়াতেও একাধিক ট্রেন বাতিল হল। এছাড়া বহু ট্রেনের সময় বদল করা হয়েছে। জেনে নিন বিশদ।
পরবর্তী ফটো গ্যালারি