Howrah-Masagram Train Service Update: ৪৬ কিমি পথ কমবে, হাওড়া থেকে নয়া রুটে চালু হতে চলেছে ট্রেন, এল বড় আপডেট
Updated: 02 Oct 2024, 12:41 PM ISTঅক্টোবরেই হাওড়া থেকে মসাগ্রাম পর্যন্ত চালু হতে পারে ট্রেন। এমনই দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। উল্লেখ্য, বর্তমানে বাঁকুড়া-মসাগ্রাম রেললাইনকে বর্তমানে বর্ধমানের কর্ডলাইনের সঙ্গে সংযুক্ত করার কাজ চলছে বলে জানা গিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি