2/4স্টেশনের পুরোনো কমপ্লেক্সে খুলেছে এই অত্যাধুনিক লাউঞ্জ। এই লাউঞ্জে থাকছে যাত্রীদের বিশ্রামের জন্য ঘর। ডিআরএম জানান, টেন্ডার ডেকে এই লাউঞ্জ তৈরি ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এক বেসরকারি সংস্থাকে। (ছবি সৌজন্যে টুইটার/পূর্ব রেল)
3/4যাত্রীদের বিশ্রামের জন্য লাউঞ্জে থাকছে ডবল বেড রুম ও ডর্মেটরি। লাউঞ্জ পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার অন্যতম ডিরেক্টর তমাল চক্রবর্তী জানান ৫০ টাকা দিলেই এই লাউঞ্জে ঢুকতে পারবেন যাত্রীরা। (ছবি সৌজন্যে টুইটার/পূর্ব রেল)
4/4যাত্রীদের বসার জন্য বিশেষ ব্যবস্থাও থাকছে লাউঞ্জে। লাউঞ্জের ফুড কোর্টে পাওয়া যাবে বিভিন্ন ধরনের খাবার। জানানো হয়েছে, খাবারের দাম নাগালের মধ্যেই থাকবে যাত্রীদের। (ছবি সৌজন্যে টুইটার/পূর্ব রেল)