রবিবার উদ্বোধন হচ্ছে পাটনা-হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রসের। আগামী মঙ্গলবার থেকে বাণিজ্যিক পরিষেবা শুরু হতে চলেছে। তার আগে দেখে নিন যে হাওড়া থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেসে করে বিভিন্ন স্টেশনে যেতে কত ভাড়া কত পড়বে।
1/5 হাওড়া থেকে দুর্গাপুর এবং আসানসোলের ভাড়া: চেয়ার কারে দুর্গাপুর যেতে খরচ পড়বে ৬০০ টাকা। আসানসোল যেতে ৬৭০ টাকা লাগবে। আর এক্সিকিউটিভ ক্লাসে দুর্গাপুর এবং আসানসোল পর্যন্ত খরচ পড়বে যথাক্রমে ১,১৪৫ টাকা এবং ১,২৮৫ টাকা। (ছবি সৌজন্যে সন্তোষ কুমার/ হিন্দুস্তান টাইমস)
4/5 পাটনা থেকে চেয়ার কারে কত খরচ পড়বে? পাটনা সাহিব পর্যন্ত ৩৮০ টাকা, মোকামা পর্যন্ত ৫৫০ টাকা, লক্ষ্মীসরাই পর্যন্ত ৫৯০ টাকা, জসিডি পর্যন্ত ৭৬৫ টাকা, জামতাড়া পর্যন্ত ৮৮০ টাকা, আসানসোল পর্যন্ত ৯৫৫ টাকা, দুর্গাপুর পর্যন্ত ১,০১০ টাকা এবং হাওড়া পর্যন্ত ১,৫০৫ টাকা লাগবে। (ছবি সৌজন্যে সন্তোষ কুমার/ হিন্দুস্তান টাইমস)
5/5 পাটনা থেকে এক্সিকিউটিভ ক্লাসে কত খরচ পড়বে? পাটনা সাহিব পর্যন্ত ৭০৫ টাকা, মোকামা পর্যন্ত ৯৮০ টাকা, লক্ষ্মীসরাই পর্যন্ত ১,০৭০ টাকা, জসিডি পর্যন্ত ১,৪২০ টাকা, জামতাড়া পর্যন্ত ১,৬৫০ টাকা, আসানসোল পর্যন্ত ১,৭৯০ টাকা, দুর্গাপুর পর্যন্ত ১,৯১৫ টাকা এবং হাওড়া পর্যন্ত ২,৭২৫ টাকা। (ছবি সৌজন্যে সন্তোষ কুমার/ হিন্দুস্তান টাইমস)