আগামিকাল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হতে চলেছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর আগামী রবিবার (২০ মে) থেকে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে। হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া, স্টপেজ, টাইমটেবিল দেখুন।
1/7হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সূচি: সকাল ৬ টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। তা বেলা ১২ টা ৩৫ মিনিটে পৌঁছাবে পুরীতে। ফিরতি পথে দুপুর ১ টা ৫০ মিনিটে পুরী থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়ায় পৌঁছাবে রাত ৮ টা ৩০ মিনিটে। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের ছ'দিন চলবে হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)
2/7২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ (সব স্টেশনে ট্রেন ঢোকার সময়): খড়্গপুর (সকাল ৭ টা ৪০ মিনিট), বালাসোর (সকাল ৯ টা ৩ মিনিট), ভদ্রক (সকাল ৯ টা ৪০ মিনিট), জাজপুর কেওনঝড় (সকাল ১০ টা ৭ মিনিট), কটক (সকাল ১০ টা ৫০ মিনিট), ভুবনেশ্বর (সকাল ১১ টা ২০ মিনিট) এবং খুরদা রোড (সকাল ১১ টা ৪২ মিনিট)। সব স্টেশনেই দু'মিনিট স্টপেজ দেবে। শুধুমাত্র ভুবনেশ্বরে চার মিনিট দাঁড়াবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)
3/7২২৮৯৬ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ (সব স্টেশনে ট্রেন ঢোকার সময়): খুরদা রোড (দুপুর ২ টো ২৩ মিনিট), ভুবনেশ্বর (দুপুর ২ টো ৪৫ মিনিট), কটক (দুপুর ৩ টে ১৫ মিনিট), জাজপুর কেওনঝড় (বিকেল ৪ টে ৩ মিনিট), ভদ্রক (বিকেল ৪ টে ৩৩ মিনিট), বালাসোর (বিকেল ৫ টা ১৩ মিনিট), এবং খড়্গপুর (সন্ধ্যা ৬ টা ৪২ মিনিট)। যাত্রাপথে সব স্টেশনে দু'মিনিট দাঁড়াবে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। শুধুমাত্র ভুবনেশ্বরে চার মিনিটের স্টপেজ দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/7হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া: রবিবার উদ্বোধনী যাত্রায় চেয়ার কারে ভাড়া পড়ছে ১,২৬৫ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ২,৪২০ টাকা ভাড়া পড়ছে। দুটি ক্ষেত্রেই খাবারের দাম যোগ করা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/7হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেসের ভাড়া (২০ মে'র টিকিটের দাম): শতাব্দী এক্সপ্রেসের চেয়ার কারে ১,৩৮০ টাকা ভাড়া পড়ছে। আর এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া পড়ছে ২,১৩০ টাকা। দুটি ক্ষেত্রেই খাবারের দাম ধরা আছে। শতাব্দী এক্সপ্রেসে ফ্লেক্সি-ফেয়ার নিয়ম প্রয়োজ্য হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
6/7হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ও শতাব্দী এক্সপ্রেসের সময়ের তুলনা: হাওড়া থেকে পুরী পৌঁছাতে বন্দে ভারত এক্সপ্রেসের লাগবে ৬ ঘণ্টা ২৫ মিনিট। শতাব্দী এক্সপ্রেসের ৭ ঘণ্টা ৩৫ মিনিট লাগে। অর্থাৎ ১ ঘণ্টা ১০ মিনিট কম লাগবে বন্দে ভারত এক্সপ্রেসের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)
7/7পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ও শতাব্দী এক্সপ্রেসের সময়ের তুলনা: পুরী থেকে হাওড়ায় আসতে বন্দে ভারত এক্সপ্রেসের সময় লাগবে ৬ ঘণ্টা ৪০ মিনিট। সেখানে পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসের লাগে আট ঘণ্টা এক ঘণ্টা ২০ মিনিট আগেই হাওড়ায় পৌঁছে যাবে বন্দে ভারত এক্সপ্রেস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)