অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। শীঘ্রই হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হবে। সেই তারিখও চূড়ান্ত হয়ে গিয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই সূচনা হতে চলেছে। কবে থেকে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী যাত্রা শুরু হতে চলেছে, তা দেখে নিন -
1/5আগামী ১৫ মে (সোমবার) থেকে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হতে চলেছে। সূত্রের খবর, উদ্বোধনী যাত্রায় পুরী থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। তা হাওড়ার উদ্দেশে রওনা দেবে। অর্থাৎ ওড়িশা থেকেই পশ্চিমবঙ্গের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/5তবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের (Howrah-Puri Vande Bharat Express) সূচনা কবে হবে, তা নিয়ে ভারতীয় রেলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। শীঘ্রই সরকারিভাবে সেই ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের চূড়ান্ত সময়সূচি বা কোন কোন স্টেশনে দাঁড়াবে, সেই সংক্রান্ত কোনও তথ্য ভারতীয় রেলের তরফে জানানো হয়নি। বিষয়টি নিয়ে মুখ খোলেনি দক্ষিণ-পূর্ব রেল বা পূর্ব উপকূলীয় রেল (ইস্ট-কোস্ট রেলওয়ে)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5সূত্রের খবর, পুরী থেকে বন্দে ভারত এক্সপ্রেসকে সবুজ পতাকা দেখাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা ওড়িশার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (ভারতের প্রথম হাইস্পিড ট্রেন) হতে চলেছে। আর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বন্দে ভারত হতে চলেছে সেই হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস (পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)
5/5তবে এখানেই শেষ নয়, আগামিদিনে আরও একাধিক বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। বিষয়টি নিয়ে রেলের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর, হাওড়া-রাঁচি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি, হাওড়া-পাটনা রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)