ওড়িশার প্রথম এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বন্দে ভারতকে আজ সবুজ পতাকা দেখাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, ভিডিয়ো কনফারেন্সিংয়েক মাধ্যমেই এই ট্রেনকে সবুজ পতাকা দেখাবেন প্রধানমন্ত্রী মোদী। অনুষ্ঠানে হাজির থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুপুর ১টা নাগাদ পুরী থেকে ছাড়বে এই ট্রেন।
1/6হাওড়া থেকে পুরী ৫০২ কিমি পথ অতিক্রম করবে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। এই যাত্রা সম্পন্ন করতে মোটামুটি ৬ ঘণ্টা ৪০ মিনিটের মতো সময় লাগবে ট্রেনের। এই রুটে সম্ভবত সর্বোচ্চ ১৩০ কিমি গতিবেগ ছুঁতে পারে বন্দে ভারত ট্রেন। হাওড়া-পুরী রুটে এর আগে পর্যন্ত সবথেকে দ্রুত গতির ট্রেন ছিল শতাব্দী এক্সপ্রেস। এটি যাত্রা সম্পন্ন করতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় নেয়। (HT_PRINT)
2/6কোথায় কোথায় দাঁড়াবে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস? খুরদা রোড জংশন, ভুবনেশ্বর, কটক, জাজপুর কেওনঝড় রোড, ভদ্রক, বালাসোর এবং খড়্গপুরে দাঁড়াতে চলেছে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। বৃহস্পতিবার ছাড়া এই ট্রেন সপ্তাহে ৬ দিন চলবে। এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ১৪টি এসি চেয়ারকার এবং দুটি এক্সিকিউটিভ চেয়ারকার থাকবে বলে জানা গিয়েছে। (HT_PRINT)
3/6কখন ছাড়বে পশ্চিমবঙ্গের নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস? সরকারি নথি অনুযায়ী, হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছাড়বে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস। এবং দুপুক ১২টা ৩৫ মিনিটে বন্দে ভারত ট্রেনটি পুরী স্টেশনে পৌঁছবে। এদিকে ফিরতি যাত্রায় পুরী থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে এবং সেটি হাওড়া স্টেশনে এসে পৌঁছতে পারে সন্ধ্যা সাড়ে ৮টায়। (HT_PRINT)
4/6এই রুটে বন্দে ভারত ট্রেনটি ৬টা ১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে খড়্গপুর পৌঁছবে ৭টা ৪০ মিনিটে। এরপর বালাসোর পৌঁছবে ৯টা ৩ মিনিটে। ভদ্রকে ট্রেনটি পৌঁছবে ৯টা ৪০ মিনিটে। জাজপুর কেওনঝড় রোডে ট্রেনটি পৌঁছবে ১০টা ৭ মিনিটে। এরপর ট্রেনটি কটকে পৌঁছবে ১০টা ৫০ মিনিটে। ভুবনেশ্বরে বন্দে ভারত পৌঁছবে ১১টা ২০ মিনিটে। খুরদা রোড জংশনে ট্রেনটি পৌঁছবে ১১টা ৪২ মিনিটে। ভুবনেশ্বরে ট্রেনটি দাঁড়াবে ৪ মিনিট। বাকি সব স্টেশনে ট্রেনটি ২ মিনিট করে দাঁড়াবে। ট্রেনটি পুরী পৌঁছবে ১২টা ৩৫ মিনিটে। (HT_PRINT)
5/6এরপর পুরী থেকে ১টা ৫০ মিনিটে ছেড়ে এই বন্দে ভারত ট্রেনটি খুরদা রোড স্টেশনে পৌঁছবে দুপুর ২টো ২৩ মিনিটে। এরপর এটি ভুবনেশ্বরে পৌঁছবে দুপুর ২টো ৪৫ মিনিটে। কটকে বন্দে ভারত পৌঁছবে দুপুর ৩টে ১৫ মিনিটে। জাজপুর কেওনঝড় রোডে ট্রেনটি পৌঁছবে বিকেল ৪টে ৩ মিনিটে। ভদ্রকে ট্রেনটি পৌঁছবে বিকেল ৪টে ৩৩ মিনিটে। এরপর বালাসোর পৌঁছবে বিকেল ৫টা ১৩ মিনিটে। খড়্গপুর পৌঁছবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে। হাওড়া পৌঁছবে রাত সাড়ে ৮টায়। (HT_PRINT)
6/6হাওড়া-পুরী রুটে চেয়ার কারের ভাড়া পড়বে ১,২৬৫ টাকা। এর সঙ্গে খাবারের দাম অন্তর্ভুক্ত থাকবে। বন্দে ভারতের চেয়ার কারের ভাড়া হাওড়া-পূরি শতাব্দী এক্সপ্রেসের (১,৩৮০ টাকা) থেকে অনেকটাই কম। এক্সিকিউটিভ ক্লাসে টিকিটের দাম ২,৪২০ টাকা। এর সঙ্গেও যোগ করা হয়েছে খাবারের দাম। অবশ্য এক্সিকিউটিভ ক্লাসে শতাব্দীর ভাড়া (২,১৩০ টাকা) বন্দে ভারত থেকে কম। (HT_PRINT)