করোনাভাইরাস পরিস্থিতির জেরে দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করে দিয়েছে একাধিক বোর্ড। সিবিএসই এবং সিআইএসসিইয়ের পাশাপাশি বিভিন্ন রাজ্যও সেই পথে হেঁটেছে। একনজরে দেখে নিন কোন কোন বোর্ড বাতিল করে দিয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের ভবিষ্যৎ কী? -
10/10পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। পরীক্ষার সূচি ঘোষণা করা বলেও তা পিছিয়ে দেওয়া হয়। সূত্রের খবর. উচ্চ মাধ্যমিকের ভাগ্য নির্ভর করছে বিশেষজ্ঞ কমিটির উপর। (ছবিটি প্রতীকী, সৌজন্য কে রাজ কে/হিন্দুস্তান টাইমস)