আগামী শনিবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তার আগে বড় নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
1/11উত্তরপত্রে লেখা ‘খেলা হবে’। মাধ্যমিকের উত্তরপত্র দেখতে গিয়ে এমনই উদ্ভট ঘটনার সম্মুখীন হতে হয়েছে বলে দাবি করেছেন একাধিক শিক্ষক। উচ্চ মাধ্যমিকেও সেই প্রবণতা রুখতে কড়া পদক্ষেপ করল সংসদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/11উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রে কোনওরকম রাজনৈতিক স্লোগান লেখা যাবে না। আঁকা যাবে না কোনও অশ্লীল ছবি। অশ্লীল কোনও ভাষাও লেখা যাবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/11সেই নিষেধাজ্ঞা অমান্য করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাতিল করে দেওয়া হবে উত্তরপত্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/11২ এপ্রিল (শনিবার) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পারভিন কুমার/হিন্দুস্তান টাইমস)
5/11২ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে। তারপর উপ-নির্বাচনের জন্য পরীক্ষা স্থগিত থাকবে। আবার ১৬ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। তা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
6/11পরিচয়পত্র ছাড়া কাউকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড দেখিয়ে পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
7/11এবার ‘হোম সেন্টারে’ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ পড়ুয়ারা নিজেদের স্কুলে গিয়েই পরীক্ষা দেবেন বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
8/11করোনাভাইরাস পরিস্থিতিতে ‘হোম সেন্টারে’ পরীক্ষা হওয়ায় পরীক্ষাকেন্দ্রের সংখ্যা তিনগুণ বেড়েছে। এবার মোট ৬,৭২৭ টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
9/11সেই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা হিসেবে পরীক্ষাকেন্দ্রে বিশেষ পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কোনওরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই যাতে নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ হয়, তা সুনিশ্চিত করার দায়িত্ব থাকবে বিশেষ পর্যবেক্ষকদের উপর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
10/11পরীক্ষার দিনগুলিতে সব পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
11/11অন্যবারের মতো এবারও পরীক্ষাকেন্দ্রে মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। ‘ই-টুকলি’ রোখার উপর বাড়তি জোর দেওয়া হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)