আগামী জুনের মাঝামাঝি সময় উচ্চ মাধ্যমিকের (HS Exam 2022) রেজাল্ট প্রকাশিত হতে পারে। তারইমধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল (WBCHSE Class 12th Exam Results 2022) নিয়ে বড়সড় আপডেট দেওয়া হল। কী জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তা জেনে নিন -
1/6ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী জুনের মাঝামাঝি সময় ফল প্রকাশিত হতে পারে বলে ইতিমধ্যে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/6উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতির জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। ক্ষতি হয়েছে পড়াশোনায়। সেজন্য মূল্যায়নের বিষয়টি মানবিকভাবে বিচার করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/6আগামী বছর দু'দফায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam) হতে পারে। বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে সংসদের তরফে আনুষ্ঠানিকভাবে সেই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6একাধিক রিপোর্ট অনুযায়ী, সেন্ট্রাল বোর্ড সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এবং দা ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশনের (সিআইএসসিই) দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষার ধাঁচেই দু'দফায় উচ্চ মাধ্যমিক (WBCHSE Class 12th Exam) নেওয়ার বিষয়ে (দুটি সেমেস্টারে পরীক্ষা) ভাবনাচিন্তা করছে সংসদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6করোনাভাইরাস পরিস্থিতিতে এবার থেকে দুটি টার্মের পরীক্ষা নিচ্ছে সিবিএসই এবং সিআইএসসিই। সর্বভারতীয় স্তরে কেন্দ্রীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে আগামিদিনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও সেই পথে হাঁটতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6তবে বিষয়টি নিয়ে সংসদের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। সূত্রের খবর, আগামী শুক্রবার (৬ মে) রাজ্য সরকারের নয়া শিক্ষা কমিটির বৈঠকের পর বিষয়টি নিয়ে মুখ খোলা হতে পারে। রাজ্যের নিজস্ব শিক্ষানীতি প্রণয়ন সংক্রান্ত বিষয়ের জন্য একটি কমিটি গঠন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই বৈঠকে উচ্চ মাধ্যমিকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)