শুক্রবার জাহ্নবীর সাথে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২১-এ হাজির ছিলেন অভিনেতা অনিল কাপুরও। সিনেমার ভবিষ্যত নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সামিটে শাড়িতে চোখ ধাঁধানো লুকে ধরা দিয়েছিলেন নায়িকা।
1/7বলিউডের উঠতি তারকা এবং Gen-Z ফ্যাশনিস্তা জাহ্নবী কাপুর। নেটমাধ্যমে তাঁর ফ্য়াশন স্টেটমেন্ট হামেশা চর্চায় থাকে। কাকা অনিল কাপুরের সঙ্গে শনিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে শনিবার হাজির হয়েছিলেন জাহ্নবী। যদিও করোনার জন্য ভার্চুয়ালি যোগদান করেছিলেন অনিল। (ছবি ইনস্টাগ্রাম)
2/7প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী এবং বনি কাপুর কন্যা জাহ্নবী। সবসময় অনবদ্য পোশাকে ধরা দেন তিনি অনুষ্ঠান যাই হোক না কেন। এই ইভেন্টের জন্যও তাঁকে অবিশ্বাস্য লাগছিল।
3/7এদিন জাহ্নবীকে ফিনফিনে ফ্লোরাল প্রিন্টের শাড়িতে একেবারে মার্জিত লুকে দেখা গেছে। জাহ্নবী এবং তাঁর স্টাইলিস মোহিত রাজ এদিনের নায়িকার লুকের ঝলক শেয়ার করেছেন।
4/7জাহ্নবী যখন তার ফটোগুলির ক্যাপশন দিয়েছিলেন, ‘গুলাবি’, তাঁর স্টাইলিস্ট মোহিত পোস্টে তাঁকে 'পরমসুন্দরী' বলে উল্লেখ করেছেন।
5/7ফ্লোরাল প্রিন্টের নিছক শাড়িটি সেলিব্রিটি-প্রিয় লেবেল Raw Mango-এর। ট্র্যাডিশনাল পোশাকে নজরকাড়া লুকে ধরা দিয়েছেন এদিন নায়িকা।
6/7শাড়ির সঙ্গে মানানসই সাদা ব্রালেট স্টাইল ব্লাউজ পরেছেন এদিন।
7/7পোশাকের সঙ্গে মানানসই হাতে বালা এবং কানে দুল পরেছেন। এদিন লাস্যময়ী লুকে ধরা দিয়েছেন নায়িকা।