Huawei-এর এই টিভির দাম ৩.৪৫ লক্ষ টাকা! সাইজ কত জানেন?
Updated: 03 Aug 2021, 09:26 PM IST
Soumick Majumdar
রয়েছে 3840x2160 পিক্সেলের রেজোলিউশন। সেই সঙ্গে 120Hz রিফ্রেশ রেট।
1/5চিনা গ্যাজেটস সংস্থা Huawei-এর সবচেয়ে বড় টিভির সাইজ জানেন? সংস্থার Smart Screen V98-এর সাইজ 98-ইঞ্চি! সম্প্রতি লঞ্চ হওয়া এই টিভির বিশাল স্ক্রিনে রয়েছে 4K ডিসপ্লে। ছবি: হুয়াওয়ে (Huawei)2/5Huawei Smart Screen V98 টিভিতে রয়েছে 3840x2160 পিক্সেলের রেজোলিউশন। সেই সঙ্গে 120Hz রিফ্রেশ রেট। রয়েছে ৪টি স্পিকার। ছবি: হুয়াওয়ে (Huawei)3/5হুয়াওয়ে স্মার্ট স্ক্রিন ভি 98 টিভি হুয়াওয়ের নিজস্ব হারমনি ওএস 2 অপারেটিং সিস্টেমে চলে। ছবি: হুয়াওয়ে (Huawei)4/5এতে একটি ২৪ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড-এঙ্গেল এআই ক্যামেরাও রয়েছে। ফলে এর মাধ্যমেই করা যাবে কনফারেন্স কল। ছবি: হুয়াওয়ে (Huawei)5/5চিনে হুয়াওয়ে স্মার্ট স্ক্রিন V98-এর দাম CNY ২৯,৯৯৯ (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩.৪৫ লক্ষ টাকা)। ছবি: হুয়াওয়ে (Huawei) অন্য গ্যালারিগুলি