মার্কিন মহাকাশ সংস্থা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার (ESA) যৌথ উদ্যোগে হাবল টেলিস্কোপে এই দুরন্ত দৃশ্য ধরা পড়েছে। এই এক গোলকে থাকা দুই ছায়াপথ Arp-Madore 417-391 নামে পরিচিত। প্রায় ৬৭১ আলোকবর্ষ দূরে দক্ষিণ মহাজাগতিক গোলার্ধের ইরিডানাস নক্ষত্রপুঞ্জে অবস্থিত।
1/5মিশে যাচ্ছে দুই ছায়াপথ। ফের মহাকাশের এক অসম্ভব সুন্দর ছবি তুলে ধরল নাসা। শুক্রবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, দু'টি ছায়াপথ মাধ্যাকর্ষণের বলে স্ফীত। একটি বিশাল বলয়র মাঝে তাদের দুইটি কোর দেখা যাচ্ছে। ছবি: নাসা (NASA)
2/5মার্কিন মহাকাশ সংস্থা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার (ESA) যৌথ উদ্যোগে হাবল টেলিস্কোপে এই দুরন্ত দৃশ্য ধরা পড়েছে। এই এক গোলকে থাকা দুই ছায়াপথ Arp-Madore 417-391 নামে পরিচিত। প্রায় ৬৭১ আলোকবর্ষ দূরে দক্ষিণ মহাজাগতিক গোলার্ধের ইরিডানাস নক্ষত্রপুঞ্জে অবস্থিত। ফাইল ছবি: নাসা (NASA)
3/5Arp-Madore আসলে একটি তালিকার সূচক। এতে দক্ষিণ মহাকাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভিন্ন ধরনের ছায়াপথের তালিকা করা রয়েছে। এই ধরনের সন্ধি করতে থাকা ছায়াপথের এমন বেশ কয়েকটি নমুনা রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় স্পেস এজেন্সি (ESA)। ফাইল ছবি: এএনআই (NASA)
4/5গত মাসে, হাবলে এই ধরনেরই আরেকটি ছবি ধরা পড়ে। সেখানে দু'টি ইন্টারঅ্যাক্টিং গ্যালাক্সির ছবি উঠে এসেছে। নাম Arp-Madore 608-333 । ছবিতে দেখে যেন মনে হচ্ছে তারা পাশাপাশি ভাসছে। দু'টি ছায়াপথ একটি পারস্পরিক মহাকর্ষীয় মিথস্ক্রিয়ায় পরস্পরের সঙ্গে যেন মহারণে মেতে উঠেছে। এর ফলে উভয় ছায়াপথের গড়নই পাল্টে গিয়েছে। ফাইল ছবি: নাসা (NASA)
5/5হাবল এই জরিপ করতে অত্যন্ত উন্নত মানের ক্যামেরা (ACS) ব্যবহার করেছে। এটি বিশেষভাবে এই ধরনের ছায়াপথের পর্যবেক্ষণ করার জন্যই নির্মিত। ESA বলছে, 'হাবলের এই ACS ক্যামেরা প্রায় ২০ বছর ধরে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারে সাহায্য করেছে। ডার্ক ম্যাটারের ম্যাপিং থেকে শুরু করে গ্যালাক্সি ক্লাস্টারের বিবর্তন, সব কিছুই আরও ভাল করে বুঝতে সাহায্য করেছে এই ক্যামেরা।' ফাইল ছবি: নাসা (NASA)