২০২১ সালের জানুয়ারি মাসে ২৬,৯৭৮ ইউনিট যাত্রীবাহি গাড়ি বেচেছিল টাটা। আর চলতি বছরের জানুয়ারিতে সংখ্যাটা দাঁড়িয়েছে ৪০,৭৭৭।
1/7ইন্ডিগো, ভিস্তা-র যুগ শেষ। এখন টাটা মোটর্স মানেই নেক্সন, পাঞ্চ-এর মতো আধুনিক কমপ্যাক্ট SUV। আর নয়া ডিজাইন ল্যাঙ্গুয়েজেই বাজিমাত সংস্থার। ২০২২-এর প্রথম মাসেই দুর্দান্ত সেলস রিপোর্ট টাটা মোটর্সের। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/7২০২১ সালের জানুয়ারি মাসে ২৬,৯৭৮ ইউনিট যাত্রীবাহি গাড়ি বেচেছিল টাটা। আর চলতি বছরের জানুয়ারিতে সংখ্যাটা দাঁড়িয়েছে ৪০,৭৭৭। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/7টাটার এই সাফল্যের পেছনে দুটিই প্রধান অস্ত্র। Tata Nexon এবং Tata Punch। ছবি : টাটা মোটর্স (REUTERS)
4/7টাটা নেক্সন এখন দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া SUV। গত মাসে ১৩,৮১৬ ইউনিট বিক্রি হয়েছে। ছবি : টাটা মোটর্স (REUTERS)
5/7অন্যদিকে জানুয়ারি ২০২২-এ ১০,০২৭ ইউনিট টাটা পাঞ্চ বিক্রি হয়েছে। নতুন গাড়ির প্রথম জেনারেশনের মডেলের এত বিক্রি সত্যিই অবাক করার মতো। ছবি : টাটা মোটর্স (REUTERS)
6/7চলতি বছরেই দাম বেড়েছে টাটা নেক্সন ও পাঞ্চের। ছবি : টাটা মোটর্স (REUTERS)
7/7এছাড়াও Tata Motors-এর CNG গাড়িরও জনপ্রিয়তা বেড়েছে। Tata Tiago এবং Tigor ভালই বিক্রি হয়েছে। জানুয়ারি মাসে সমস্ত Tiago এবং Tigor মডেল বিক্রির ৪২%-ই ছিল সিএনজি ভেরিয়েন্ট। ফাইল ছবি : টাটা মোটর্স (REUTERS)