বাংলা নিউজ >
ছবিঘর > পুষ্পবর্ষণ-মিষ্টিমুখ-স্লোগান, এনকাউন্টারের পর পুলিশ বরণ হায়দরাবাদে
পুষ্পবর্ষণ-মিষ্টিমুখ-স্লোগান, এনকাউন্টারের পর পুলিশ বরণ হায়দরাবাদে Updated: 06 Dec 2019, 04:41 PM IST
HT Bangla Correspondent
দিনকয়েক আগেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ... more দিনকয়েক আগেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। আজ ভোরবেলা হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারের বদলে যায় ছবিটা। রীতিমতো বীরের সম্মান পান তাঁরা। তাঁদের উপর পুষ্পবর্ষণ হয়। দেওয়া হয় স্লোগান। 1/8 এনকাউন্টারের খবর শুনে ভিড় জমিয়েছেন স্থানীয়রা (ছবি সৌজন্য পিটিআই)।2/8 পুলিশের উপর পুষ্পবর্ষণ স্থানীয়দের (ছবি সৌজন্য এপি)।3/8 চলছে পুলিশকে মিষ্টি খাওয়ানোর পালা (ছবি সৌজন্য এএনআই)।4/8 পুলিশের হাতে রাখি বেঁধে দিচ্ছেন মহিলারা (ছবি সৌজন্য এএনআই)।5/8 'তেলাঙ্গানা পুলিশ জিন্দাবাদ', 'সজ্জনার জিন্দাবাদ' স্লোগান তোলেন স্থানীয়রা (ছবি সৌজন্য এপি)।6/8 স্লোগান দিয়ে চলে বাজি ফাটানোও (ছবি সৌজন্য পিটিআই)।7/8 তেলেগু অভিনেতা নানি বলেন যে প্রতিটি গ্রামে একজন গুণ্ডা থকা উচিত। তিনি অবশ্যই পুলিশ হওয়া উচিত।(ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)8/8 অভিনেতা মাঞ্চু মনোজ বলেন, ওই বুলেটটা সংরক্ষণ করে রাখি মনে হচ্ছে। ওই পুলিশ পা ছুঁতে ও বন্দুকগুলোকে স্যালুট করি মনে হচ্ছে (ছবি প্রতীকী, সৌজন্য এপি)।পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে অন্য গ্যালারিগুলি