বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। এনআরআই ব্যবসায়ী গৌতম হাতিরামানির সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। দেখুন বিয়ের ছবি-
1/4৪৩ বছর বয়সে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন কণিকা কাপুর। শুক্রবার লন্ডনে ব্যবসায়ী গৌতমের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। লন্ডনে বসেছিল গায়িকার রাজকীয় বিয়ের আসর। (ছবি ইনস্টাগ্রাম)
2/4পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। নেটমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেছেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা। তিন সন্তানকে নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন কণিকা। বিয়ের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার রাজপুত্রকে খুঁজে পেয়েছি।'
3/4বিয়ের দিন গোলাপী লেহেঙ্গায় ধরা দিয়েছেন গায়িকা। গৌতমের পরনে ঘিয়ে রঙের শেরওয়ানি। ১৯৯৮ সালে প্রবাসী ব্যবসায়ী রাজ চন্দককে বিয়ে করেছিলেন কণিকা। সেই সময় কণিকার বয়স ছিল খুবই কম। রাজ ও কণিকার তিন সন্তান। ২০১২ সালে প্রাক্তন স্বামী রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কণিকার। দেশে ফিরে এরপর বলিউডে কেরিয়ার শুরু করেন গায়িকা।
4/4‘বেবি ডল’, ‘চিটিয়া কালাইয়া’ থেকে শুরু করে ‘ছিল গয়ে নয়না’ বলিউডে তাঁর হিট গানের সংখ্যা একাধিক। সঞ্জয় কাপুর, মনীশ মালহোত্রা, অনন্যা বিড়লা. গায়ক মিকা সিং সগ বলিউডের একগুচ্ছ তারকা কণিকার বিয়ের ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন।