Vande Bharat Mess: অনেকের মতে, ট্রেনের ক্ষেত্রে বি... more
Vande Bharat Mess: অনেকের মতে, ট্রেনের ক্ষেত্রে বিমানের মতো বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন। বিমানসেবিকা-কর্মীরা বিমান অবতরণের আগেই যাত্রীদের থেকে একটি নির্দিষ্ট ব্যাগ/বিনে বর্জ্য সংগ্রহ করে নেন। কিছুক্ষণ অন্তর অন্তরই সেটি করেন তাঁরা। ট্রেনের ক্ষেত্রেও তা করা যায় কিনা, তা জানতে চেয়েছেন অনেকে।
1/6 ঝাঁ চক-চকে আধুনিক ট্রেন। কিন্তু মানুষের সেই মান্ধাতা আমলেই আটকে আছে। তার প্রমাণ মিলল এক ছবিতে। বন্দে ভারতের সাফাইয়ের একটি ছবি পোস্ট করলেই এক IAS অফিসার। সম্ভবত ট্রেনের প্ল্যান্ট্রি কিচেনের ছবি এটি। ফাইল ছবি: পিটিআই, টুইটার (PTI, Twitter)
2/6ছবিতে দেখা যাচ্ছে, এক রেল সাফাই কর্মী ঝাড়ু হাতে কাজ করছেন। বন্দে ভারত ট্রেনের মেঝে জুড়ে প্রচুর প্লাস্টিকের বোতল, পলিথিনের প্যাকেট, কাগজের টুকরো, আবর্জনা জড়ো করেছেন তিনি। সঙ্গে ঝুড়ি ভাজার প্যাকেট, থার্মোকলের কাপও দেখা যাচ্ছে। ফাইল ছবি: টুইটার (PTI, Twitter)
3/6কেউ কেউ বলছেন, এটি প্যান্ট্রি কিচেনের ছবি। তবে সে ক্ষেত্রেও, এই বিপুল আবর্জনার পরিমাণ চমকে ওঠার মতো। বিশেষত অপচনশীল আবর্জনার বিষয়টি সত্যিই চিন্তার। প্লাস্টিকের বোতলগুলি সম্ভবত যাত্রীরা ব্যবহার করার পর তাঁরা ট্রেনে ফেলে গিয়েছেন। সেগুলিই জড়ো করেছেন সাফাইকর্মী। ফাইল ছবি: টুইটার (PTI, Twitter)
4/6অনেকের মতে, ট্রেনের ক্ষেত্রে বিমানের মতো বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন। বিমানসেবিকা-কর্মীরা বিমান অবতরণের আগেই যাত্রীদের থেকে একটি নির্দিষ্ট ব্যাগ/বিনে বর্জ্য সংগ্রহ করে নেন। কিছুক্ষণ অন্তর অন্তরই সেটি করেন তাঁরা। ট্রেনের ক্ষেত্রেও সাফাই ব্যবস্থায় পরিবর্তন আনা যায় কিনা, তা জানতে চেয়েছেন অনেকে। ফাইল ছবি: আনস্প্ল্যাশ (PTI, Twitter)
5/6এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রেলের এক আধিকারিক জানালেন, 'যাত্রীরা ট্রেন যাত্রার সময়ে নিজেদের প্লাস্টিক বর্জ্য, যেমন প্যাকেট, বোতল ইত্যাদি ব্যাগে একসঙ্গে রাখতে পারেন। সেই সঙ্গে অন্য আবর্জনা, যেমন খাবারের উচ্ছিস্ট, ফলের খোসা, ওষুধের প্যাকেট- এগুলিও একসঙ্গে একটি প্যাকেটে একত্রিত করতে পারেন। এরপর সেটি স্টেশনে ডাস্টবিনে ফেলতে পারেন। এতে ট্রেন পরিচ্ছন্ন থাকে, দৃষ্টিনন্দনও হয়। রেলের সাফাইয়ের সময়ও কমে।' ফাইল ছবি: পিক্সাবে (PTI, Twitter)
6/6তাই লোকাল হোক না দূরপাল্লা -ট্রেনের মেঝেয় বা রেল লাইনে কিছু ফেলা নৈব নৈব চ। হকারের থেকে ঝালমুড়ি কিনে খেলেও ঠোঙাটি ব্যাগে বা পকেটে রেখে দিন। পরে স্টেশনে নেমে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। এই ছোট ছোট অভ্যাসই রেলের কোটি-কোটি টাকা সাশ্রয় করবে। স্বচ্ছ ভারতের ভাবনাকেও এগিয়ে নিয়ে যাবে। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (PTI, Twitter)