বিয়ে করলেন ‘স্টার’ আইএএস অফিসার টিনা দাবি। চলতি সপ্তাহে রাজস্থানের জয়পুরে নয়া জীবন শুরু করেন ২০১৬ সালের ইউপিএসসির টপার। আইএএস অফিসার প্রদীপ গাওয়ান্ডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। দু'জনেরই এটি দ্বিতীয় বিয়ে।
1/5নয়া জীবন শুরু করলেন আইএএস টপার তথা আইএএস অফিসার টিনা দাবি। ১৩ বছরের বড় আইএএস অফিসার প্রদীপ গাওয়ান্ডের সঙ্গে বিবাহহবন্ধনে আবদ্ধ হন। (ছবি সৌজন্যে টুইটার)
2/5বিয়ের অনুষ্ঠানে ভীমরাও রামজি আম্বেদকরের ছবি ছিল। বাবাসাহেবের ছবির সামনে বিয়ে করেন টিনা। (ছবি সৌজন্যে টুইটার)
3/5২০১৬ সালের ইউপিএসসিতে শীর্ষ স্থান দখল করেছিলেন টিনা। আপাতত রাজস্থান ক্যাডার অফিসার তিনি। (ছবি সৌজন্যে টুইটার)
4/5প্রদীপ গাওয়ান্ডে ইউপিএসসি পাশ করে সিভিল সার্ভিসে আসার আগে একজন ডাক্তার ছিলেন। আপাতত রাজস্থান প্রত্নতত্ত্ব ও জাদুঘরের পরিচালক হিসেবে কাজ করছেন। টিনার পাশাপাশি এটা প্রদীপেরও দ্বিতীয় বিয়ে। (ছবি সৌজন্যে টুইটার)
5/5মাসখানেক আগে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে টিনা জানিয়েছিলেন, ফের বিয়ে করতে চলেছেন। (ছবি সৌজন্যে টুইটার)