মেয়েদের ক্রিকেটে দুই ভারতীয় তারকা মনোনীত হয়েছেন মার্চ মাসের সেরার পুরস্কারের লড়াইয়ে।
1/6মার্চ মাসে আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার দৌড়ে ভুবনেশ্বর কুমার। ইংল্যান্ডের বিরুদ্ধে কামব্যাক টি-২০ সিরিজে ২৮.৭ গড়ে ৪টি উইকেট নেন ভুবি। পরবর্তী ওয়ান ডে সিরিজে ২২.৫ গড়ে নিয়েছেন ৬টি উইকেট। বল হাতে এমন দুরন্ত পারফর্ম্যান্সের সুবাদে মার্চের সেরা ক্রিকেটারের লড়াইয়ে মনোনীত হলেন ভুবি।
2/6আইপিএল শুরুর মুখে ভুবনেশ্বরকে মার্চের সেরা ক্রিকেটারের লড়াইয়ে কড়া টক্কর দিতে পারেন সানরাইজার্স হায়দরাবাদে তাঁর সতীর্থ রশিদ খান। জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি টেস্টে ২৫ গড়ে ১১টি উইকেট নেওয়া ছাড়াও টি-২০ সিরিজে ১২.৬ গড়ে আফগান তারকা নিয়েছেন ৬টি উইকেট।
3/6লড়াইয়ে রয়েছেন জিম্বাবোয়ের সিয়ান উইলিয়ামসও। তিনি ২টি সেঞ্চুরি-সহ ১৩২ গড়ে ২৬৪ রান করেছেন আফগানিস্তানের বিরুদ্ধে ২টি টেস্টে।
4/6মেয়েদের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার লিজেল লি ভারতের বিরুদ্ধে ৪টি ওয়ান ডে ম্যাচে করেছেন ২৮৮ রান। ৩টি টি-২০ ম্যাচে তাঁর সংগ্রহ ৯০। তিনি মনোনীত হয়েছেন মার্চের সেরা মহিলা ক্রিকেটারের লড়াইয়ে।
5/6দৌড়ে রয়েছেন ভারতের রাজেশ্বরী গায়কোয়াড়। তিনি ৫টি ওয়ান ডে ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন। ৩টি টি-২০ ম্যাচে নিয়েছেন ৪টি উইকেট।
6/6মনোনীত তিন জনের তালিকায় দ্বিতীয় ভারতীয় হলেন পুণম রাউত। তিনি ৫টি ওয়ান ডে ম্যাচে ২৬৩ রান করেন। তাঁর পাঁচটি ইনিংস যথাক্রমে ১০, অপরাজিত ৬২, ৭৭, অপরাজিত ১০৪ ও ১০ রানের।