২৯ নভেম্বর ICCর চূড়ান্ত বৈঠক! ওইদিনই তৈরি হবে সূচি! পাকিস্তানে যেতে নারাজ ভারত!
Updated: 26 Nov 2024, 08:46 PM IST২৯ নভেম্বর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কিনা সেই নিয়ে চূড়ান্ত বৈঠক হতে চলেছে। নাকি হাইব্রিড মডেলে হবে, সবই জানা যাবে সেদিন। আইসিসি ভার্চুয়ালি বৈঠক করে চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল চূড়ান্ত করবে সেদিন। এই সূচি প্রকাশ হতে এমনিতেই দীর্ঘ বিলম্ব হয়েছে, ফরে আর বেশি দেরি আইসিসি করতে চাইছে না।
পরবর্তী ফটো গ্যালারি