মহিলা বিশ্বকাপের সেরা একাদশে জায়গা হল না ভারতীয় ক্রিকেটারেরও। তবে অভিষেকেই টুর্নামেন্টের সেরা দলে থাকলেন বাংলাদেশের তারকা। দলে আছেন অস্ট্রেলিয়ার চারজন, দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ডের দু'জন এবং ওয়েস্ট ইন্ডিজের একজন। দেখে নিন, এবারের মহিলা বিশ্বকাপের সেরা একাদশ -
1/12বিশ্বকাপের সেরা একাদশে নেই একজনও ভারতীয়, অভিষেকেই জায়গা পেলেন এক বাংলাদেশির! (ছবি সৌজন্যে এএফপি)
2/12লরা উলভার্ট: দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবার বিশ্বকাপে পাঁচটি অর্ধশতরান করেছেন। (ছবি সৌজন্যে এএফপি)
3/12অ্যালিসা হিলি: অস্ট্রেলিয়ার তারকা এবারের মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন। ফাইনালে ম্যাচের সেরা এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন। (ছবি সৌজন্যে এএফপি)
4/12মেগ ল্যানিং (অধিনায়ক): পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন অজি অধিনায়ক। করেছেন ৩৯৪ রান। সেইসঙ্গে দলকে বিশ্বকাপ জিতিয়েছেন। (ছবি সৌজন্যে এএফপি)
5/12র্যাচেল হেইন্স: পুরো বিশ্বকাপেই দুর্দান্ত ফর্ম ছিলেন। এবারের বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। মোট ৪৯৭ রান করেছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। (ছবি সৌজন্যে এএফপি)
6/12ন্যাট স্কিভার (ইংল্যান্ড): ফাইনালে অপরাজিত ১৪৮ রান করেন। তাঁর জন্যই কম রানে হেরেছে ইংল্যান্ড। সার্বিকভাবে এবারের বিশ্বকাপে ৪৩৬ রান করেছেন স্কিভার। নিয়েছেন চারটি উইকেট। (ছবি সৌজন্যে এএফপি)
7/12বেথ মুনি (অস্ট্রেলিয়া): স্রেফ ফিল্ডিংয়ের কারণেই তাঁকে প্রথম একাদশে রাখা যেত। ন'টি ম্যাচে সাতটি ক্যাচ নিয়েছেন। দুর্ধর্ষ ফিল্ডিংযের পাশাপাশি ৩৩০ রান করেছেন মুনি। (ছবি সৌজন্যে এএফপি)
8/12হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ): মোট ২৬০ রান করেছেন। নিয়েছেন ১০ টি উইকেট। এবারের বিশ্বকাপে যখন চূড়ান্ত ধারাবাহিকতার অভাবে ভুগেছে ওয়েস্ট ইন্ডিজ, তখন ম্যাথিউস লাগাতার ভালো খেলে গিয়েছেন। (ছবি সৌজন্যে এএফপি)
9/12মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা): নয়া বল বা পুরনো - দক্ষিণ আফ্রিকার সাফল্যের অন্যতম কারণ ছিলেন মারিজান। মোট ১২ টি উইকেট নিয়েছেন। করেছেন ২০৩ রান। (ছবি সৌজন্যে এএফপি)
10/12সোফি এক্সেলেস্টোন (ইংল্যান্ড): এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ২১ টি উইকেট নিয়েছেন বিশ্বের এক নম্বর বোলার। ইকোনমি রেট ৩.৮৩। গড় ১৫,৬১। তবে ফাইনালে ব্যর্থ হয়েছেন। (ছবি সৌজন্যে এএফপি)
11/12শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা): ১৪ টি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার। ইকোনমি রেট ৪.০২। গড় ১৭.৫। (ছবি সৌজন্যে এএফপি)
12/12সালমা খাতুন (বাংলাদেশ): বিশ্বকাপে সালমার অফস্পিনের জালে আটকে গিয়েছে বিভিন্ন দেশ। এবারের বিশ্বকাপে মোট ১০ টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৩.৭৯। আউট করেছেন ল্যানিং, হেইন্স, হিলি, হিথার নাইটের মতো ব্যাটারদের। (ছবি সৌজন্যে এএফপি)