1/5ক্রেডিট কার্ড ব্যবহারের চার্জের সংশোধন করল আইসিসিআই ব্যাঙ্ক। যে নয়া চার্জ আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5নয়া নিয়ম অনুযায়ী, সকল কার্ডে 'ক্যাশ অ্যাডভান্স'-এর (Cash Advance অর্থাৎ ক্রেডিট কার্ড ব্যবহার করে নগদ টাকা তোলার প্রক্রিয়া। তাতে সুদের হার প্রথমদিন থেকে কার্যকর হয়) ক্ষেত্রে ২.৫ শতাংশ ‘ট্র্যাকজাকশন ফি’ ধার্য করা হবে। সেই অঙ্কটা ন্যূনতম ৫০০ টাকা হবে বলে জানিয়েছে বেসরকারি ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
3/5চেক রিটার্ন এবং অটো-ডেবিটের ক্ষেত্রে দু'শতাংশ চার্জ নেওয়া হবে। সেই অঙ্কটা ন্যূনতম ৫০০ টাকা হবে বলে জানিয়েছে বেসরকারি ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/5এমারেল্ড বাদে সব কার্ডের 'লেট ফি' কত টাকা দিতে হবে, তাও সংশোধন করেছে আইসিসিআই ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/5কত ‘লেট ফি’ দিতে হবে? যদি ১০০ টাকার কম বাকি থাকে, তাহলে কোনও 'লেট ফি' নেওয়া হবে। ১০০ টাকা থেকে ৫০০ টাকা বাকি থাকলে 'লেট ফি' হিসেবে নেওয়া হবে ১০০ টাকা। ৫০১ টাকা থেকে ৫,০০০ টাকার ক্ষেত্রে ৫০০ টাকা 'লেট ফি' নেওয়া হবে। ৫,০০১ টাকা থেকে ১০,০০০ টাকা বাকি থাকলে 'লেট ফি' দিতে হবে ৭৫০ টাকা। ৫০,০০০ টাকা পর্যন্ত অর্থ বাকি থাকলে ১,০০০ টাকা গুনতে হবে। ৫০,০০০ টাকার বেশি অর্থ বাকি থাকবে 'লেট ফি' দিতে হবে ১,২০০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)