ICICI Bank Special FD: ৩০ সেপ্টেম্বর থেকে ICICI ব্... more
ICICI Bank Special FD: ৩০ সেপ্টেম্বর থেকে ICICI ব্যাঙ্কে ৫ বছর ১ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের FD-তে ৬% সুদ দেওয়া হচ্ছে। অন্যদিকে, এই একই মেয়াদে প্রবীণ নাগরিকদের ৬.৬০% হারে সুদ মেলে।
1/5আগামী ৭ অক্টোবর ICICI ব্যাঙ্কের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম বন্ধ হচ্ছে। এই স্কিমে ৫ বছরের বেশি মেয়াদের FD-তে অতিরিক্ত ০.১০% সুদের হার দেয় ICICI ব্যাঙ্ক। স্কিমের সময়কালে নতুন FD-র পাশাপাশি পুনর্নবীকরণের ক্ষেত্রেও এই হার প্রযোজ্য। স্কিমটি শুধুমাত্র ২ কোটি টাকার কম অঙ্কের FD-তেই প্রযোজ্য। ফাইল ছবি: পিটিআই (MINT_PRINT)
2/5তবে 'গোল্ডেন ইয়ারস এফডি' স্কিমে প্রবীণ নাগরিকদের অতিরিক্ত সুদ অব্যাহত রেখেছে ICICI ব্যাঙ্ক। গত ৩০ সেপ্টেম্বর ২০২২-এ শেষবার এর সুদের হার সংশোধন করা হয়েছে। (ছবি সৌজন্যে মিন্ট) (MINT_PRINT)
3/5৩০ সেপ্টেম্বর থেকে ICICI ব্যাঙ্কে ৫ বছর ১ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের FD-তে ৬% সুদ দেওয়া হচ্ছে। অন্যদিকে, এই একই মেয়াদে প্রবীণ নাগরিকদের ৬.৬০% হারে সুদ মেলে। (ছবি সৌজন্যে মিন্ট) (MINT_PRINT)
4/5ICICI ব্যাঙ্কে FD অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন অঙ্ক ১০,০০০ টাকা। এক্ষেত্রে উল্লেখ্য, সাধারণ নিয়ম অনুযায়ী-ই, FD-তে প্রাপ্ত সুদের উপর TDS-ও কার্যকর হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) (MINT_PRINT)
5/5ICICI ব্যাঙ্কে FD থেকে করযোগ্য আয়ে সর্বাধিক ১,৫০,০০০ টাকা কর ছাড় পেতে পারেন। ফাইল ছবি: আইস্টকফটো (MINT_PRINT)