বাংলা নিউজ > ছবিঘর > Q3-তে দারুণ ফল ICICI ব্যাঙ্কের! শেয়ার বাজারে কি প্রভাব পড়বে?

Q3-তে দারুণ ফল ICICI ব্যাঙ্কের! শেয়ার বাজারে কি প্রভাব পড়বে?

২০২২-এর ডিসেম্বর ত্রৈমাসিকে দারুণ ব্যবসা করেছে ICICI Bank। প্রায় ৮,৩১২ কোটি টাকার মোট মুনাফা করেছে তারা। এর ফলে সংস্থার আর্থিক ভিত আরও মজবুত হয়েছে। স্বাভাবিকভাবেই শেয়ার বাজারে এর সু্প্রভাব আসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

অন্য গ্যালারিগুলি