২০২২-এর ডিসেম্বর ত্রৈমাসিকে দারুণ ব্যবসা করেছে ICICI Bank। প্রায় ৮,৩১২ কোটি টাকার মোট মুনাফা করেছে তারা। এর ফলে সংস্থার আর্থিক ভিত আরও মজবুত হয়েছে। স্বাভাবিকভাবেই শেয়ার বাজারে এর সু্প্রভাব আসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
1/5এক ধাক্কায় ৩৪%০এরও বেশি মুনাফা বাড়ল। শনিবার এমনই দুর্দান্ত আর্থিক রিপোর্ট প্রকাশ করে ICICI ব্যাঙ্ক। ২০২২-এর ডিসেম্বর ত্রৈমাসিকে দারুণ ব্যবসা করেছে বেসরকারি ব্যাঙ্কটি। প্রায় ৮,৩১২ কোটি টাকার মোট মুনাফা করেছে তারা। এর ফলে সংস্থার আর্থিক ভিত আরও মজবুত হয়েছে। স্বাভাবিকভাবেই শেয়ার বাজারে এর সু্প্রভাব আসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফাইল ছবি: রয়টার্স (MINT_PRINT)
2/5তবে এখন প্রায় সব ব্যাঙ্কেই আমানতে সুদের হার বাড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে আমানত বৃদ্ধির ক্ষেত্রে কিছুটা চাপে ICICI ব্যাঙ্ক। সংস্থার উক্ত ত্রৈমাসিকে ১০.৩% হারে আমানত বৃদ্ধি পেয়েছে। তাহলে কোথা থেকে সবচেয়ে লাভবান হয়েছে তারা? ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)
3/5মূলত হোম ফাইন্যান্স থেকেই সবচেয়ে বেশি লাভ করেছে ICICI । অন্যদিকে প্রু লাইফ অ্যান্ড সিকিউরিটিজের মতো প্রোডাক্টে ব্যবসা কিছুটা মার খেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) (MINT_PRINT)
4/5সোমবার দুপুর ১২.২০ নাগাদ ICICI ব্যাঙ্কের শেয়ারের দাম ছিল ৮৭২.৭০ টাকা। গত এক বছরে ব্যাঙ্কের শেয়ার প্রায় ৯.৩০% বৃদ্ধি পেয়েছে। গত ৬ মাসেই এই শেয়ার ৮.৯৬% রিটার্ন দিয়েছে। ফাইল ছবি: গুগল ফাইন্যান্স (MINT_PRINT)
5/5ব্রোকারেজ সংস্থা জেফারিজ(Jefferies) এই শেয়ারে Buy রেটিং দিয়েছে। আপাতত সংস্থার শেয়ারে তারা ১,১৫০ টাকার টার্গেট প্রাইস স্থির করেছে। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)