ICSE Board Exam Result: ICSE-র ফল প্রকাশের দিনক্ষণ প্রায় নিশ্চিত, কীভাবে দুই টার্মের নম্বর যোগ মার্কশিটে
Updated: 25 May 2022, 04:41 PM ISTICSE Board Exam Result: শীঘ্রই প্রকাশ হতে পারে দ্য কাউন্সিল অব ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনসের দশম শ্রেণির বোর্ডের ফলাফল। এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। এবারে দুই দফায় পরীক্ষা হয়েছিল দশম শ্রেণির। সেই দুই টার্মের মার্কস সম্মিলিত আকারেই চূড়ান্ত মার্কশিট দেওয়া হবে।