সম্প্রতি, বেশ কিছু ব্যাঙ্ক, যেমন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), HDFC ,ICICI, অ্যাক্সিস, কোটাক মাহিন্দ্রা মেয়াদি আমানতের সুদ বাড়িয়েছে।
1/5'অমৃত মহোৎসব' আমানতে নয়া ফেসটিভ অফার চালু করল IDBI ব্যাঙ্ক। সীমিত সময়ের অফার হিসাবে ৫৫৫ দিনের আমানতে ৬.৯০%-এর সর্বোচ্চ সুদের হার ঘোষণা করেছে আইডিবিআই। মেয়াদী আমানতের উপরেও সুদের হার বাড়িয়েছে IDBI ব্যাঙ্ক। ২১ অক্টোবর ২০২২ থেকে এটি কার্যকর হবে। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
2/5১ বছরের ডিপোজিটের সুদের হার ৬.৭৫% পর্যন্ত বাড়ানো হয়েছে। দুই বছরের ক্ষেত্রে সর্বোচ্চ ৬.৮৫% দেওয়া হচ্ছে। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
3/5সম্প্রতি, বেশ কিছু ব্যাঙ্ক, যেমন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), HDFC ,ICICI, অ্যাক্সিস, কোটাক মাহিন্দ্রা তাদের মেয়াদি আমানতের সুদ বাড়িয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) (Bloomberg)
4/5IDBI ব্যাঙ্কের ৪৫.৪৮% সরকারি মালিকানাধীন। ৪৯.২৪% লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (LIC)। চলতি মাসের শুরুতে, আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২% শেয়ারের জন্য বিডের আমন্ত্রণ জানানো হয়। ফাইল ছবি: এএনআই (Bloomberg)
5/5২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেটে আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের ঘোষণা করা হয়। পরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২০২১ সালের মে মাসে তাতে ছাড়পত্র দেয়। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)