২ কোটি টাকার কম পরিমাণের ফিক্সড ডিপোজিটে সুদের হার সংশোধন করল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। নয়া সুদের হার কার্যকর হয়েছে ১ ডিসেম্বর থেকে। এখন সাধারণ আমানতকারীরা সর্বোচ্চ ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন এই ব্যাঙ্কে। এদিকে সাধারণ আমানতকারীদের থেকে প্রবীণ নাগরিকরা ০.৫ শতাংশ অতিরিক্ত হারে সুদ পাবেন।
1/5৭ থেকে ১৪, ১৫ থেকে ২৯ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীরা ৩.৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা এই মেয়াদের স্থায়ী আমানতে পাবেন ৪ শতাংশ হারে সুদ। ৩০ থেকে ৪৫, ৪৬ থেকে ৯০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীরা ৪ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা এই মেয়াদের স্থায়ী আমানতে পাবেন ৪.৫ শতাংশ হারে সুদ।
2/5৯১ থেকে ১৮০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীরা ৪.৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা এই মেয়াদের স্থায়ী আমানতে পাবেন ৫ শতাংশ হারে সুদ। ১৮১ থেকে ৩৬৪ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীরা ৬ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা এই মেয়াদের স্থায়ী আমানতে পাবেন ৬.৫ শতাংশ হারে সুদ।
3/5৩৬৫ থেকে ৫০০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীরা ৬.৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা এই মেয়াদের স্থায়ী আমানতে পাবেন ৭ শতাংশ হারে সুদ। ৫০১ থেকে ৭৪৯ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীরা ৬.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা এই মেয়াদের স্থায়ী আমানতে পাবেন ৭.২৫ শতাংশ হারে সুদ।
4/5৭৫০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীরা ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা এই মেয়াদের স্থায়ী আমানতে পাবেন ৭.৭৫ শতাংশ হারে সুদ। এছাড়া ৭৫১ দিন থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীরা ৬.৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা এই মেয়াদের স্থায়ী আমানতে পাবেন ৭ শতাংশ হারে সুদ।
5/5এদিকে কর ছাড় পেতে পাঁচ বছর মেয়াদের স্থায়ী আমানতে বিনিয়োগ করতে হবে আমানতকারীকে। তাহলে আয়কর আইনের ৮০সি ধারায় আয়কর ছাড় মিলবে। ৫ থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে আমানতকারীরা ৬.৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা এই মেয়াদের স্থায়ী আমানতে পাবেন ৭ শতাংশ হারে সুদ।