হঠাত্ই টেসলা, স্পেসএক্স, টুইটারের কর্ণধারের এই টুইট ঘিরে তুঙ্গে জল্পনা। কেন এমন লিখলেন তিনি?
1/7'যদি আমার রহস্যমৃত্যু হয়...' হঠাত্ই এমন মন্তব্য করলেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/7সোমবার টুইটারে ইলন মাস্ক লেখেন, 'যদি কোনও রহস্যজনক পরিস্থিতিতে আমার মৃত্যু হয়, তবে বলে রাখি, আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরে আমি আনন্দিত।' ছবি: টুইটার (Twitter)
3/7হঠাত্ই টেসলা, স্পেসএক্স, টুইটারের কর্ণধারের এই টুইট ঘিরে তুঙ্গে জল্পনা। কেন এমন লিখলেন তিনি? ছবি: রয়টার্স (Reuters)
4/7এর কিছুক্ষণ আগেই, ইলন মাস্ক একটি পোস্ট শেয়ার করেন। তাতে লেখা, 'ইউক্রেনে ফ্যাসিবাদী বাহিনীকে সামরিক যোগাযোগ সরঞ্জাম সরবরাহের সঙ্গে ইলন মাস্ক জড়িত। এর জন্য, ইলন, আপনাকে দায় স্বীকার করতেই হবে - আপনি ব্যাপারটা যতই খেলার ছলে নেন না কেন।' ছবি: টুইটার (Twitter)
5/7বিষয়টা মজার ছলেই লেখা বলে মনে হচ্ছে। তবুও অনেকেই ঝুঁকির বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না। যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার জন্য টেসলার সিইও রাশিয়ার হুমকির সম্মুখীন কিনা তাই নিয়ে চলছে জল্পনা। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
6/7ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ আক্রমণের জেরে সেখানে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যায়। সেই সময়ে ইউক্রেনের এক মন্ত্রী ইলনের সাহায্য চান। তাঁর আবেদনে ইলন মাস্ক ইউক্রেনকে সাহায্য করেন। সেদেশে তাঁর সংস্থা স্পেসএক্স-এর স্টারলিঙ্ক স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা সক্রিয় করে দেন। ফাইল ছবি: রয়টার্স (REUTERS/Steve Nesius)
7/7শুধু তাই নয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একক লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছিলেন ইলন মাস্ক। ইউক্রেনের হয়ে তিনি লড়তে রাজি বলে জানিয়েছিলেন। ছবি: রয়টার্স, হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)