Shattila ekadashi: কবে পড়েছে ষটতিলা একাদশী? এ... more
Shattila ekadashi: কবে পড়েছে ষটতিলা একাদশী? এই দিন কী উপায় করলে শনি দোষ থেকে মুক্তি পারেন, জেনে নিন এখান থেকে।
1/7১৮ জানুয়ারী ২০২৩ সালের ষটতিলা একাদশীর উপবাস পালিত হবে। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে হাজার বছর ধরে তপস্যা করার চেয়ে বেশি ফল পাওয়া যায়। এই দিনে কালো জিনিস দান করলে শনি প্রসন্ন হন।
2/7হিন্দু ধর্মে একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্জিকা মতে প্রতি মাসে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে একাদশী তিথি পড়ে। একাদশীর উপবাস পালনের ঐতিহ্য রয়েছে বহু মানুষের। সমস্ত একাদশী তিথি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় ষটতিলা একাদশী। এ বছর ষটতিলা একাদশী উপবাস হচ্ছে ১৮ জানুয়ারি, বুধবার। এই দিনে স্নান দান বিশেষ করে কালো জিনিস দান করার বিশেষ তাৎপর্য রয়েছে।
3/7ষটতিলা একাদশী উপবাসের একদিন আগে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন। কুম্ভ রাশিতে তার গমনের কারণে কিছু রাশির সমস্যা বাড়বে। এমন পরিস্থিতিতে যাদের কুণ্ডলিতে শনি পীড়িত তাঁদের জন্য এই শুভ সুযোগ আসছে। ষটতিলা একাদশীর দিন তাদের এই কালো জিনিস দান করা উচিত। এই কালো জিনিস দান করলে শনিদেব প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়।
4/7কালো তিল: ষটতিলা একাদশীর দিন তিল দান করলে স্বর্গ লাভ হয়। এমনটা বিশ্বাস করা হয় যে কালো তিল দান করলে অনেক পুণ্য লাভ হয় এবং শনিদেবও এতে প্রসন্ন হন। ষটতিলা একাদশীর দিন তিল দান করলে পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ হয়।
5/7কালো গরু: ষটতিলা একাদশীর দিন একটি কালো গরু দান করলে শনি দোষের পাশাপাশি নবগ্রহ দোষ থেকেও মুক্তি পাওয়া যায়। এই দিনে কালো গরু দান করলেও মোক্ষ পাওয়া যায়।
6/7কালো কম্বল: শীতকালে কালো কম্বল বা গরম কাপড় দান করলে শনিদেব খুব খুশি হন। তাই ষটতিলা একাদশীর দিন অভাবী ও দরিদ্র মানুষকে কালো কম্বল দান করা উচিত।
7/7চামড়ার জুতা দান: কালো চামড়ার জুতা, কালো তিল ও কালো উরদ দান করলেও শনি দোষ দূর হয়।