IIFA Awards 2022: জ্যাকলিন ফার্নান্ডেজ, অনন্যা পাণ্ডে, সারা আলি খান-রা আগুন ধরালেন আইফা অ্যাওয়ার্ড ২০২২-এর মঞ্চে। গ্ল্যামারাস পোশাকে এই তিন নায়িকার থেকে চোখ ফেরানোই দায়।
1/7আইফা অ্যাওয়ার্ড ২০২২ (International Indian Film Academy) নিয়ে বরাবরই মাতামাতি থাকে বলি তারকাদের। সলমন খান, শাহিদ কাপুর, নোরা ফতেহিরা হাঁটলেন আধুধাবির গ্রিন কার্পেটে। জ্যাকলিন ফার্নান্ডেজ, সারা আলি খান, অনন্যা পাণ্ডেরা এদিন নিজেদের স্টাইল স্টেটমেন্ট দিয়ে মাতিয়ে রাখলেন এদিনের অনুষ্ঠান। (Instagram)
2/7ওয়ান শোল্ডার গাউনে জ্যাকলিনের থেকে চোখ ফেরানো দায়। এই ছবি দেখে ‘জলেবি বেবি’ বলে অভিনেত্রীর প্রশংসা করেছে নায়িকার অনুরাগীরা। উঁচিয়ে থাকা কলার বোন থেকে চোখ ফেরাতে পারছে না কেউ! (Instagram)
3/7জ্যাকলিন আইফা ২০২২-র জন্য বেছে নিয়েছিলেন মেটালিক গাউন। খুব সামান্য অ্যাকসেসরিজে নিজেকে সাজিয়ে নিয়েছিলেন এই শ্রীঙ্কান-সুন্দরী। কানে রুপোলি রঙের দুল আর পায়ে সি-থ্রু সিলেটো। (Instagram)
4/7অনন্যার দেখা মিলল প্যাস্টেল ব্লু রঙের গাউনে। নিজের ইনস্টাগ্রামে আইফা লুক শেয়ার করে নিয়েছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন ‘আইফা রক করতে বেবি ব্লু বেল’। অনন্যার গাউনে থ্রি ডি প্যাস্টেল পিঙ্ক শেডের ফুলের এমব্রয়ডারি। (Instagram)
5/7নিজের পোশাকের সঙ্গে অনন্যা বেছে নিয়েছিলেন ম্যাচিং স্টিলেটো, পার্ল ড্রপ ইয়াররিং। মাঝএ সিঁথি করে চুলে বিনুনি খোঁপা করেছিলেন তিনি। মেকআপ মিনিমালই রেখেছিলেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ নায়িকা। (Instagram)
6/7সারা আলি খান ‘কালো সুন্দরী’। স্কার্ট প্লিটের স্ট্র্যাপলেস গাউন বেছে নিয়েছিলেন সারা নিজের জন্য, যার হেমলাইনের ডিজাইন হাই-লো! (Instagram)
7/7পোশাকের সঙ্গে মিলিয়ে সারা বেছেছিলেন কালো স্টিলোটো, স্টেটমেন্ট রিং। জ্বলজ্বল করছিল নখে থাকা কমলা রঙের নেইলপলিশ। গ্লো স্কিন, ব্লাশার আর ন্যুড লিপস্টিকে কামাল করেছেন সারা। আপনার কাকে বেশি ভালো লাগল? (Instagram)