বাংলা নিউজ > ছবিঘর > IIM Amendment Bill passed in Parliament: IIM সংশোধনী বিল পাশ সংসদে, ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে বাড়ল কেন্দ্রের ‘হস্তক্ষেপ’

IIM Amendment Bill passed in Parliament: IIM সংশোধনী বিল পাশ সংসদে, ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে বাড়ল কেন্দ্রের ‘হস্তক্ষেপ’

বিশ্বের শ্রেষ্ঠ ম্যানেজমেন্ট স্কুলের তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের একাধিক আইআইএম। দেশের প্রথম সরকারি ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল জোকায়। পরে দেশের বহু জায়গায় গড়ে ওঠে আরও আইআইএম। তবে এবার এই প্রতিষ্ঠানগুলির স্বায়ত্তশাসন খর্ব হবে। সংসদের উভয় কক্ষেই পাশ হয়েছে এই সংক্রান্ত বিল।