IIT Bombay Photoshopped Flag: এত নামী কোনও শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ফটোশপের মাধ্যমে 'কাজ চালাতে' পারে, তাই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনরা। কলেজের পড়ুয়া-প্রাক্তনীরাও এই ছবির সমালোচনা করেন।
1/5১৫ অগস্ট দেশজুড়ে স্বাধীনতার ৭৫ বছর পালিত হয়েছে। অনেক প্রতিষ্ঠানেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এদিকে ফটোশপের মাধ্যমে তা করতে গিয়ে ট্রোলিংয়ের মুখে পড়ল IIT বম্বে। ছবি: আইআইটি বম্বে (IIT Bombay)
2/5গত ৮ অগস্ট ফেসবুকে আইআইটি বম্বে তাদের বিল্ডিংয়ের একটি ছবি শেয়ার করে। সেটি কভার ফটো করা হয়। বিল্ডিংয়ের মাথায় ফটোশপ করে বসানো পতাকাটি নজর এড়ায়নি নেটিজেনদের। ছবি: আইআইটি বম্বে (IIT Bombay)
3/5এত নামী কোনও শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ফটোশপের মাধ্যমে 'কাজ চালাতে' পারে, তাই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনরা। কলেজের পড়ুয়া-প্রাক্তনীরাও এই ছবির সমালোচনা করেন। ছবি: আইআইটি বম্বে (IIT Bombay)
4/5শুরু হয়ে যায় ট্রোলিং। বিষয়টি খুব অদ্ভুত, বলতে শুরু করেন অনেকেই। ছবি: আইআইটি বম্বে (IIT Bombay)
5/5এরপরেই নড়েচড়ে বসে আইআইটি বম্বে কর্তৃপক্ষ। একটি পোস্টের মাধ্যমে তারা জানায়, ছবিটি প্রতীকী। 'আজাদি কা অমৃত মহোত্সব'-এর ভাবনা থেকে ছবিটি কভার ফটো করা হয়েছিল। এর থেকে যদি কোনও বিভ্রান্তি ছড়িয়ে থাকে, তার জন্য তারা দুঃখ প্রকাশও করে। ছবি: আইআইটি বম্বে/ফেসবুক (IIT Bombay)