ইমনের মিরর সেলফি-তে মন মজেছে নেটপাড়ার। অবাক করা ট্রান্সফরমেশন গায়িকার।
1/7স্বাস্থ্যই সম্পদ- এই কথাটা মনেপ্রাণে বিশ্বাস করেন ইমন। তাই যোগ-ব্যায়ামের মাধ্যমে নিজেকে ফিট করতে তুলতে বেশ কয়েক মাস ধরেই চেষ্টা চালাচ্ছেন ইমন। মঙ্গলবার জাতীয় পুরস্কার জয়ী গায়িকার ট্রান্সফরমেশন অবাক করল নেটিজেনদের। (ছবি-ইনস্টাগ্রাম)
2/7নিজের ইমেজ ভাঙতে মরিয়া ইমন। এবার শাড়ি, সালোয়ার ছেড়ে এক্কেবারে স্পোটর্স ব্রা আর জিম প্যান্টে ধরা দিলেন ইমন। তাঁর নির্মেদ, ছিপছিপে চেহারা দেখে হতবাক ফ্যানেরা। ‘তুমি অন্য কারুর সঙ্গে বেঁধো ঘর’ খ্যাত গায়িকাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সকলে। (ছবি-ইনস্টাগ্রাম)
3/7এদিন সাত সকালে একটি মিরর সেলফি পোস্ট করেন ইমন। সদ্য বিবাহিতা গায়িকা ক্যাপশনে লেখেন, ‘আরও অনেকটা পথ বাকি…গুড মর্নিং’। সুতরাং এখানেই থেমে থাকতে চান না ইমন। নিজেকে আরও ফিট করে তুলতে কঠোর পরিশ্রম করতে আগ্রহী তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
4/7আজকাল প্রায়য়শই যোগব্যায়াম করবার মুহূর্ত মুঠোফোনে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন ইমন। সেই ছবিতে প্রশংসার পাশাপাশি সমালোচনাও উড়ে আসে না এমনটা নয়। (ছবি-ইনস্টাগ্রাম)
5/7তবে ট্রোলারদের পাত্তা দিতে না-রাজ ইমন। তিনি স্বাস্থ্যের সঙ্গে আপোস করতে রাজি নন। (ছবি-ইনস্টাগ্রাম)