ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বঙ্গোপসাগরের পূর্ব উপকূলে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনে। এমনটাই জানিয়েছে মৌসম ভবন। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ সম্পর্কে এখনও কোনও নিশ্চিত খবর জানাতে পারেনি হাওয়া অফিস। তবে বেশ কিছু রাজ্যে জারি হয়েছে সতর্কতা।
1/6সোমবার থেকে অন্ধ্র প্রদেশের উত্তর ও দক্ষিণ উপকূলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্ধ্রের রায়ালাসীমা এলাকাতে আজ ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আর কয়েক ঘণ্টা পর থেকেই বৃষ্টিপাত শুরু হবে অন্ধ্রের নেল্লোর, শ্রীকাকুলাম, ভিজিয়ানগরম, আনাকাপল্লী, এলুরু, কাড়াপা, চিত্তুর, গোদাবরী, গুন্টুর, কৃষ্ণা, পার্বতীপুরম, পলনাড়ু, প্রকাশম, নানদিয়ালা, সহ একাধিক অঞ্চলে। (Amit Sharma)
2/6এদিকে ওড়িশাতেও আজ থেকে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। এর ফলে হাওয়া অফিসের তরফে সেই রাজ্যের ১৮টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। সেই রাজ্যের উপকূলবর্তী একাধিক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আজ থেকে। এর মধ্যে কটক, পুরী, ভদ্রক, জাজপুর ও কেন্দ্রাপাড়াও রয়েছে। (Amit Sharma)
3/6মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ, ৮ মে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আগামিকাল, ৯ মে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবরে। ১০ ও ১১ মে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই আবহে দ্বীপপুঞ্জে জারি করা হয়েছে সতর্কতা। মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। (Amit Sharma)
4/6এদিকে হাওয়া অফিস জানিয়েছে, সকালের দিকে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। পরে ৯ তারিখ সেটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ পরিণত হতে পারে। ৯ তারিখের পর এই নিম্নচাপ উত্তর দিকে এগোতে থাকবে। তারপর মধ্য বঙ্গোপসাগরের কাছে ১০ তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। (Amit Sharma)
5/6এদিকে কাশ্মীর, লাদাখ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, অসম, মহারাষ্ট্র, তেলঙ্গানায় আগামী পাঁচদিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে এই সব রাজ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিকে আগামী কয়েকদিন শিলাবৃষ্টি হতে পারে পঞ্জাব, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। এর জেরে সতর্কতা জারি এই রাজ্যগুলিতেও। (Amit Sharma)
6/6এদিকে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিনে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হতে পারে। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার ফলে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা - দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতও হবে। (Amit Sharma)