বাংলা নিউজ > ছবিঘর > IMD Monsoon Forecast: জুলাইতে কেমন ভোগাবে বর্ষা? পূর্বাভাস দিয়ে জানাল IMD

IMD Monsoon Forecast: জুলাইতে কেমন ভোগাবে বর্ষা? পূর্বাভাস দিয়ে জানাল IMD

IMD Monoon Forecast: উত্তর ভারতের কিছু অংশে, মধ্য ভারতের বেশিরভাগ অংশে এবং দক্ষিণে জুলাই মাসে হতে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার ভারতের আবহাওয়া দফতর এ তথ্য জানিয়েছে। জুলাই মাসে পূর্ব, উত্তর-পূর্ব ভারত এবং পার্শ্ববর্তী পূর্ব মধ্য ভারত এবং পশ্চিম দক্ষিণ উপদ্বীপ ভারতের কিছু অংশে 'স্বাভাবিক' বা 'স্বাভাবিকের নিচে' বৃষ্টিপাত হতে পারে। ৬ জুলাইয়ের মধ্যে গোটা ভারতে মৌসুমী বায়ু ঢুকে পড়বে বলেও জানায় আইএমডি।