গতকালই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। ক্রমেই শক্তি বাড়িয়ে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সেই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ নিয়ে এখনও মুখ খোলেনি হাওয়া অফিস। তবে এই ঘূর্ণিঝড়ের জন্য যে বৃষ্টিতে ভিজবে উপকূলের বহু এলাকা, তার আভাস দিয়েছে মৌসম ভবন।
1/5মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আগামিকাল সকাল নাগাদ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পরে সেটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ১০ মে নাগাদ। ভারতের পূর্ব উপকূল অথবা বাংলাদেশ ও মিয়ানমারে আছড়ে পড়তে পরে এই ঘূর্ণিঝড়। তবে এই সংক্রান্ত কোনও নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ করা হয়নি হাওয়া অফিসের তরফে। (via REUTERS)
2/5ঘূর্ণিঝড় মোখার প্রভাবে অন্ধ্রপ্রদেশ, কেরল এবং তামিলনাড়ুতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়ে গিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়টি আগামী সপ্তাহেই স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। বঙ্গোপসাগরে গতকাল যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, তা বর্তমানে কলকাতা থেকে ১৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে ক্রমেই এই দূরত্ব কমবে আগামী কয়েকদিনে। (via REUTERS)
3/5এদিকে কাশ্মীর, লাদাখ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, অসম, মহারাষ্ট্র, তেলঙ্গানায় আগামী পাঁচদিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে এই সব রাজ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিকে আগামী কয়েকদিন শিলাবৃষ্টি হতে পারে পঞ্জাব, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। এর জেরে সতর্কতা জারি এই রাজ্যগুলিতেও। (via REUTERS)
4/5এদিকে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিনে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হতে পারে। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার ফলে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা - দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতও হবে। তবে উত্তরবঙ্গের বাকি আর কোনও জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। (via REUTERS)
5/5হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিনে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের তাপমাত্রা। এদিকে দক্ষিণবঙ্গেও আগামী পাঁচদিনে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পারদ চড়তে পারে। এদিকে আগামী ১১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় শুধুমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে কোথাও তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানায়নি হাওয়া অফিস। (via REUTERS)