IMDb Most Popular Indian Stars of 2022: আইএমডিবি ২০২২ সালের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকাদের নামের তালিকা প্রকাশ করেছেন। ধনুশ, আলিয়া ভাট থেকে সামান্থা রুথ প্রভু… এই ভারতীয় অভিনেতারা রয়েছেন সেরা ১০-এর তালিকায়-
1/11IMDb সম্প্রতি ২০২২ সালের সেরা ১০ সর্বাধিক জনপ্রিয় ভারতীয় তারকাদের নাম প্রকাশ করেছে। বিভিন্ন ইন্ডাস্ট্রির শিল্পীদের নিয়ে এই তালিকা তৈরি হয়েছেষ ধনুশ থেকে আলিয়া ভাট, সামান্থা রুখ প্রভু- চলতি বছর সেরা ১০ সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকা কারা, দেখুন একনজরে-
2/11দক্ষিণী অভিনেতা ধানুশ তার দ্য গ্রে ম্যান এবং তিরুচিত্রম্বলম ছবিতে অভিনয় করেছে। ২০২২ সালের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকায় শীর্ষে রয়েছেন ধনুশ।
3/11সদ্য মা হয়েছেন ব্রহ্মাস্ত্র অভিনেত্রী আলিয়া ভাট। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউড ডিভা। ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা, ডার্লিংস, আরআরআর এবং গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সহ ব্যাক-টু-ব্যাক হিট ছবি উপহার দিয়েছেন তিনি।
4/11মণি রত্নমের পন্নিয়ান সেলভান I-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঐশ্বর্য রায় বচ্চন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। বলিউডের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী ভক্তদের কাছ থেকে প্রচুর প্রশংসা এবং ভালবাসা পেয়েছেন।
5/11আরআরআর অভিনেতা রাম চরণ তেজা যাকে এসএস রাজামৌলির ‘আচারায়া'-য় দেখা গিয়েছে। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তিনি।
6/11যশোদা ছবিতে অভিনয় করা দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ষষ্ঠ স্থানে রয়েছেন। অভিনেত্রী কিছুদিন আগে জানিয়েছেন, তিনি মায়োসাইটিস নামে একটি বিরল রোগে ভুগছেন।
7/11বিক্রম বেদা অভিনেতা হৃতিক রোশন তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন।
8/11জুগজুগ জিয়ো এবং ভুল ভুলাইয়া ২ অভিনেত্রী কিয়ারা আডবানি তালিকায় সপ্তম স্থানে রয়েছেন।
9/11তালিকায় অষ্টম স্থানে রয়েছে দক্ষিণী অভিনেতা জুনিয়ার এনটিআর।
10/11তালিকায় নবম স্থানে রয়েছেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন।
11/11যশ কেজিএফ চ্যাপ্টার ২-এ অভিনয় করেছেন। ভারতে বক্স অফিসের রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। এই তালিকায় দশম স্থানে রয়েছেন যশ।