Pakistan Inflation Crisis: মুদ্রাস্ফীতি নিয়ে সাঁড়াশি চাপে পাকিস্তান! ঋণ নিয়ে এই আর্জি খারিজ আইএমএফের
Updated: 03 Jun 2023, 06:14 PM ISTপাকিস্তানের অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী আয়েষা পাশা, অর্থ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির বৈঠকে জানিয়েছেন, আইএমএফের শর্তে রাজি হওয়া ছাড়া কোনও রাস্তা নেই পাকিস্তানের।
উল্লেখ্য, বর্তমানে পাকিস্তান গুরুতর মুদ্রাস্ফীতি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। যা ১৯৫৭ সালের পর থেকে এই প্রথমবার দেখা গিয়েছে পাকিস্তানে। শ্রীলঙ্কাকে ছাপিয়ে এই মুহূর্তে এশিয়ায় সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি রয়েছে পাকিস্তানে। বর্তমানে সেদেশে মুদ্রাস্ফীতির পরিমাণ ৩৮ শতাংশ। জানা গিয়েছে, আইএএমএফের কাছে পাকিস্তান আবেদন করেছিল, যাতে বহিরাগত ফান্ডিংয়ের প্রয়োজনীয়তার দিকটিতে কাটছাঁট করার বিষয়টি বিবেচনা করে প্রতিষ্ঠান। বিশেষত পাকিস্তানের বর্তমান আর্থিক ঘাটতির দিকে তাকিয়ে এমন সিদ্ধান্তের আবেদন করেছিল তারা। যা খারিজ করে পাকিস্তান। (Photo by ARIF ALI / AFP) / TO GO WITH Pakistan-environment-plastic,FEATURE by Joris Fioriti
(AFP)