রাতভর পুলিশি হেফাজতে থাকর পর আজ ইমরান খানকে ইসলামাবাদে পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হবে জেরার জন্য। এদিকে গতকাল থেকে পিটিআই কর্মী-সমর্থকদের বিক্ষোভ আজ ফের শুরু হয়েছে। ইসলামাবাদে সমাবেশের ডাক দিয়েছে পিটিআই। 'ক্যাপ্টেন'কে মুক্ত করার দাবিতে তারা অনড়।
1/5আজকে ইমরান খানকে ইসলামাবাদের পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হবে। পরে পুলিশ লাইনের গেস্ট হাউজেই ইমরানের জন্য বসবে আদালত। প্রসঙ্গত, গতকাল ইমরানকে ইসলামাবাদ হাই কোর্টের বাইরে থেকে গ্রেফতার করা হয়েছিল। রেঞ্জার্সরা গ্রেফতার করেছিল তাঁকে। এই আবহে পিটিআই দাবি করে যে এই গ্রেফতারি বেআইনি। তবে আদালত পরে জানায়, গ্রেফতারি বৈধ। (via REUTERS)
2/5এরই মাঝে শাসকদলের নেতা, মন্ত্রীদের বাসভবন ঘিরে ফেলে পিটিআই সমর্থকরা। সেনার সদর দফতরের গেট ভেঙে ঢুকে পড়ে ইমরানের অনুগামীরা। লাহোর, ফয়সলাবাদের মতো অন্যান্য শহরেও সেনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় জনতা। সেই শহরে থাকা বিভিন্ন সেনা কমান্ডারের বাসভবনে হামলা চালানো হয়। অগ্নিসংযোগ করা হয় সরকারি সম্পত্তি, গাড়িতে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। (via REUTERS)
3/5অনেক জায়গাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের বদলে রেঞ্জার্স নামানো হয়েছে। এদিকে সেনার ওপর হামলার ক্ষেত্রে জওয়ানরা সংযত থেকেছে। বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করা হলেও গুলি চালানো হয়নি। তা সত্ত্বেও দেশ জুড়ে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন যুবক। গুরুতর ভাবে জখম আরও প্রায় ২০ জন। (via REUTERS)
4/5পিটিআই নেতা তথা পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সমর্থকদের উদ্দেশে আবেদন করেছেন যাতে বিক্ষোভ শান্তিপূর্ণ হয়। এদিকে গতকাল বিকেল থেকে শুরু করে লাগাতার বিক্ষোভ, ভাঙচুরের পর রাতে সাময়িক 'বিরতিতে' যান পিটিআই সমর্থকরা। ইসলামাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। তা অমান্য করেই আজ সকাল থেকে ফের রাস্তায় পিটিআই সমর্থকরা। (via REUTERS)
5/5এদিকে ইমরান আপাতত ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর হেফাজতে থাকবেন। দুর্নীতির মামলায় ইমরানকে জেরা করা হবে। এদিকে ইমরান ও পিটিআই দাবি করেছে, যে অভিযোগে ইমরানকে গ্রেফতার করা হয়েছে, তা ভিত্তিহীন। এরই মাঝে আজ পাক রাজধানীতে জনসভার ডাক দিয়েছে পিটিআই নেতৃত্ব। তবে পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে যাতে কর্মীদের সংঘর্ষ না বাঁধে, তার জন্য আবেদন জানিয়েছেন শীর্ষ নেতৃত্ব। (via REUTERS)