ফের একবার ভারতের বিদেশ নীতির প্রশংসায় পঞ্চমুখ পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশের পর থেকেই তাঁর মুখে বারংবার শোনা গিয়েছে ভারত স্তুতি। এবার ইমরান খান ‘ভারতীয় পাসপোর্টে’র প্রশংসা করেন।
1/5পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশের পর থেকেই বিভিন্ন সময়ে ভারতের বিদেশ নীতির প্রসঙ্গ তুলে ধরে ইমরান খান প্রতিবেশী দেশের প্রশংসা করেন। এর জেরে বিরোধীদের থেকে কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। তবে তা সত্ত্বেও ফের একবার ইমরান খানের গলায় শোনা গেল ‘ভারত স্তুতি’। (ছবি সৌজন্যে পিটিআই) (REUTERS)
2/5বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই ভাষণে তিনি তাঁর সরকারের এই সম্ভাব্য পতনের জন্য মুখ ফসকে নিয়ে ফেলেছিলেন আমেরিকার নাম। পরে যদিও তিনি 'শুধরে' নেন নিজেকে। তবে এরপরও তিনি মন্তব্য করেন, ‘ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, এমন এক দেশ পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করছে।’ (REUTERS)
3/5এর আগে ইমরান খান ভারতের উদাহরণ তুলে ধরে বলেছিলেন, ‘ভারত রাশিয়ার থেকেও তেল কেনে আবার আমেরিকার সাথে কোয়াড-এর সদস্য।’ এই স্বাধীন বিদেশ নীতির প্রশংসা করেন তিনি। এবং নিদের এই ‘দুর্দশার’ জন্য তাঁর রাশিয়া সফরের উল্লেখ করে আমেরিকাকে বিঁধে দেন। (ছবি সৌজন্যে এএনআই) (REUTERS)
4/5এই পরিস্থিতিতে এবার ভারতীয় পাসপোর্টের প্রশংসা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, ‘ভারতের দিকে দেখা উচিত আমাদের। তারা সবার সাথে কথা বলে। গোটা বিশ্ব ভারতের পাসপোর্টকে সম্মান করে। আর পাকিস্তানের পাসপোর্ট কতটা সম্মান পায় সেটাও দেখুন।’ (পিটিআই) (REUTERS)
5/5এর আগে স্বাধীন বিদেশ নীতি গ্রহণ প্রসঙ্গে শুক্রবার ইমরান বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার বিদেশ নীতি স্বাধীন হবে। এরকম স্বাধীন বিদেশ নীতি হবে যা পাকিস্তানিদের জন্য। এর অর্থ এই না যে আমরা কারোর শত্রু। এটার অর্থ এই না যে আমরা আমেরিকা বিরোধী হব, ভারত বিরোধী হব বা ইউরোপ বিরোধী হব।’ (REUTERS)