আজ শহিদ মিনারের অবস্থান বিক্ষোভের ১০০তম দিন। এই আবহে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কলকাতায় বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। এদিকে আজকের মিছিল শেষে একটি বড় ঘোষণাও করা হবে বলে জানা গিয়েছে। বেশ কয়েকদিন আগেই এর আভাস দিয়েছিলেন সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ।
1/5সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দক্ষিণ কলকাতায় আজ বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে এই মিছিলে পা মেলাবেন হাজার হাজার সরকারি কর্মী। হাজরা মোড় থেকে এই মিছিল শুরু করবে সংগ্রামী যৌথ মঞ্চ। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্ব দিয়ে এই মিছিল যাবে। শাসকদলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 'শান্তিনিকেতনে'র দুয়ারে পৌঁছে যাবে আজকের এই মিছিল।
2/5ডিএ-র পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের দাবিও জানানো হবে আজকের মিছিল থেকে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়েছে ডিএ মামলার। হাই কোর্টের নির্দেশে অনুষ্ঠিত বৈঠকও ভেস্তে গিয়েছে। এই আবহে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর ঘোষণা করেছিলেন ডিএ আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আজ এক বড় ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে।
3/5জানা গিয়েছে, ৬ মে-র মহামিছিলের পর ডিএ ধর্মঘটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। এই নিয়ে আগেই আভাস দিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এর আগে গতমাসেই কলকাতা হাই কোর্টের নির্দেশে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিল সরকারের উচ্চ পদস্থ আমলারা। তবে আন্দোলনকারীরা জানিয়ে দেন, ডিএ-র সমস্যা তাতে মেটেনি। বৈঠক নিষ্ফল। এরপরই চরম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন সরকারি কর্মীরা।
4/5এদিকে প্রাথমিক ভাবে পুলিশ আজকের মিছিলের অনুমতি দেয়নি। পরবর্তীতে আন্দোলনকারীরা হাই কোর্টের দ্বারস্থ হন। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়। বিচারপতি মিছিলের অনুমতি দেন। তিনি পর্যবেক্ষণে প্রশাসনকে প্রশ্ন করেন, 'শান্তিপূর্ণ মিছিল হলে আপত্তি কেন?' এদিকে সরকারি কর্মীদের দাবি মেনে মিছিলের অনুমতি দেওয়ার পাশাপাশি কিছু শর্তও চাপান বিচাপুতি মান্থা।
5/5আজ দুপুর ১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে আয়োজন করতে হবে এই ডিএ মহামিছিলের। হাজরা রোড ধরে হাজরা মোড় থেকে হরিশ মুখার্জি রোড ক্রসিং পর্যন্ত যাবে আজকের ডিএ মিছিল। এরপর সেটি ডানদিক বেঁকে হরিশ মুখার্জি রোডে ঢুকবে। তারপর ডিএন ঘোষ রোড ক্রসিং পর্যন্ত গিয়ে ডিএ আন্দোলনকারীরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোডে উঠবেন। সেখান থেকে তারা হাজরা মোড়ে ফিরে আসবেন।