বাংলা নিউজ >
ছবিঘর > ১৪ ফেব্রুয়ারির মধ্যে পোষ্যকে রেজিস্টার না করলে জরিমানা এই শহরে
১৪ ফেব্রুয়ারির মধ্যে পোষ্যকে রেজিস্টার না করলে জরিমানা এই শহরে
Updated: 28 Jan 2022, 03:18 PM IST
HT Bangla Correspondent
পোষা কুকুর-বিড়ালের রেজিস্ট্রেশন করতে হবে। নয় তো জরিমানা করা হবে। এমনটাই নির্দেশিকা নয়ডার।
1/5আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে পোষা কুকুর-বিড়ালের রেজিস্ট্রেশন করতে হবে। নয় তো জরিমানা করা হবে। এমনটাই নির্দেশিকা নয়ডার। ফাইল ছবি : ইনস্টাগ্রাম (PTI)2/5গত বছর সেপ্টেম্বরে নয়ডা অথোরিটি পেট রেজিস্ট্রেশন(NAPR) অ্যাপ চালু হয়। সেই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ফাইল ছবি : রয়টার্স (PTI)3/5সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে। ফাইল ছবি ; পিটিআই (PTI)4/5রেজিস্ট্রেশনের জন্য বার্ষিক ৫০০ টাকা ফি দিতে হবে পোষ্য মালিকদের। ফাইল ছবি : রয়টার্স (PTI)5/5শুধু তাই নয়, রেজিস্ট্রেশনের পাশাপাশি প্রত্যেক পোষ্যকে জলাতঙ্কের টিকা দেওয়াও বাধ্যতামূলক। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (PTI) অন্য গ্যালারিগুলি