আয়কর রিটার্ন (ITR) দাখিল করার সময় সাতটি ভাতায় করছাড়ের সুবিধা মেলে। চলতি বছর আয়কর ফাইলিংয়ের আগে তাই এই ভাতাগুলি সম্পর্কে জেনে নিন। প্রয়োজনে এই বিষয়ে আপনার নিয়োগকারী এবং কর বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। ITR ফাইল করার সময়ে এই ৭টি ভাতার করছাড়ের সুবিধার বিষয়ে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন:
1/6হাউজ রেন্ট অ্যালাওয়েন্স বা বাড়ি ভাড়া ভাতার ওপর কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। ভাড়া বাড়িতে থাকা বেতনভোগী ব্যক্তিরা আয়কর রিটার্ন ফাইল করার সময় আয়কর ছাড়ের জন্য আবেদন করতে পারেন আয়কর আইনের ১০(১৩এ) ধারার অধীনে।
2/6লিভ ট্রাভেল কনসেশনের ক্ষেত্রেও আয়করে ছাড় মেলে। এই ভাতার অধীনে, ভারতে বেড়ানোর ক্ষেত্রে কর্মীদের ভ্রমণের খরচকে করমুক্ত ব্যয় হিসাবে গণ্য করা হয়। ভাড়ার জন্য যে টাকা খরচ হয়, তা করমুক্ত ভাতা হিসেবে ধরবেন নিয়োগকারী। রেল, বিমান বা যেকোনও গণপরিবহণের মাধ্যমে ভ্রমণ করলে এলটিএ বাবদ করছাড় মিলবে। তবে ৪ বছরের মধ্যে দু'টি ট্যুরের এলটিএ পেলে তা করছাড়ের ক্ষেত্রে প্রযোজ্য। আয়কর আইনের ১০(৫) ধারার অধীনে এই ছাড় পাওয়া যায়।
3/6এদিকে শিশু শিক্ষা ভাতার ক্ষেত্রে সর্বাধিক ২ জন শিশু পর্যন্ত মাথাপিছু মাসিক ১০০ টাকা ছাড় দেওয়া হয় আয়করে। তাছাড়া সন্তানদের শিক্ষা ঋণে সুদ, বাড়ির জন্য ঋণের ওপর আয়কর ছাড়ের দাবি জানানো যায়। আয়কর আইনের ২৪বি ধারার অধীনে কোনও করদাতা ২ লক্ষ টাকা পর্যন্ত সুদের ওপরে কর ছাড় পেতে পারেন। এছাড়াও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের ওপরে ৮০ডি ধারায় ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়।
4/6অফিস বা চাকুরির দায়িত্ব পালনের সময় যদি ইউনিফর্ম পরতে হয় (যেমন পুলিশকর্মী), তার রক্ষণাবেক্ষণ বা কেনার ক্ষেত্রে যে ভাতা দেওয়া হয়, তাতে কর ছাড় পাবেন করদাতা। তাছাড়া বই, সংবাদপত্র, ম্যাগাজিন, জার্নাল ইত্যাদির জন্য খরচ করলে, তার উপর আয়কর আইন অনুযায়ী করবিহীন রিইম্বার্সমেন্ট পাবেন করদাতারা।
5/6রিঅ্যালোকেশন ভাতার ক্ষেত্রেও কর ছাড় পাওয়া যায়। অফিসের কারণে কর্মীদের অন্য শহরে যেতে হতেই পারে। সেক্ষেত্রে গাড়ির ভাড়া, গাড়ির রেজিস্ট্রেশন চার্জ, প্যাকেজিং চার্জ, প্রাথমিকভাবে ১৫ দিনের থাকার ব্যবস্থা এবং ট্রেন/উড়ান টিকিটের উপর যে খরচ করে, সেই টাকা রিইম্বার্স করে থাকে নিয়োগকারী। এই রিইম্বার্সমেন্ট সম্পূর্ণ করমুক্ত।
6/6নিয়োগকারী আপনার অফিসের অফিসিয়াল দায়িত্ব পালনের জন্য সাহায্যকারী নিয়োগ করার অনুমতি দিলে, সেক্ষেত্রে যে ভাতা প্রদান করা হয়, তা করমুক্ত। সাধারণত উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা এই সুবিধা পেয়ে থাকেন।