Income Tax Return File: নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা দিলে তার সুদের উপর দিতে হবে আয়কর। যাঁরা পিএফ অ্যাকাউন্টে বছরে ২.৫ লাখ টাকার বেশি জমা দেন, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।
1/4২০২১ সালের আয়কর নিয়ম (২৫ তম সংশোধনী) অনুযায়ী, করযোগ্য সুদের হিসাবের জন্য দুটি অ্যাকাউন্ট রাখতে হবে। চলতি অর্থবর্ষ (২০২১-২২) এবং পূর্ববর্তী সব অর্থবর্ষের করযোগ্য এবং কর-বহির্ভূত অর্থ প্রদানের জন্য হবে সেই দুটি অ্যাকাউন্ট।
2/4নিয়ম অনুযায়ী, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অ্যাকাউন্টে কত ব্যালেন্স ছিল, চলতি অর্থবর্ষ ও পূর্ববর্তী অর্থবর্ষে কত টাকা প্রদান করা হয়েছে, তা কর-বহির্ভূত পিএফ প্রদানের অ্যাকাউন্টে ধরা হবে।
3/4নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে টাকা প্রদান করা হলে তা করযোগ্য অ্যাকাউন্টে থাকবে। তার উপর যে সুদ প্রদান করা হবে, তাতে ধার্য হবে কর। এই নিয়ম চলতি বছর থেকে কার্যকর হয়েছে।
4/4যে পিএফ অ্যাকাউন্টে নিয়োগকারীরা টাকা দেন, সেই অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চসীমা হল ২.৫ লাখ টাকা। যে পিএফ অ্যাকাউন্টে নিয়োগকারীদের ভাগের অর্থ জমা পড়ে না, সেক্ষেত্র সর্বোচ্চসীমা পাঁচ লাখ টাকায় বেঁধে রাখা হয়েছে।