আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ হয়েছে। সরকারের নির্দেশিকা অনুযায়ী, ৩১ জুলাই ছিল আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ। এই পরিস্থিতিতে, এখন আয়কর বিভাগে রিটার্নগুলি যাচাই করা হচ্ছে। যে করদাতাদের টিডিএস কেটে নেওয়া হয়েছে, তাঁদের তা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক করদাতা হয়ত ইতিমধ্যএই রিফান্ড পেয়েছেন, কিন্তু এমনও করদাতা আছেন যাঁরা রিফান্ডের বদলে আয়কর বিভাগের নোটিশ পেয়েছেন। আয় ও ট্যাক্সের হিসাব ভুল হলে এমনটা হয়ে থাকে।
1/5এবার আয়কর বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) উপর ভিত্তি করে একটি সফ্টওয়্যারের মাধ্যমে রিটার্নগুলি যাচাই করছে। এর ভিত্তিতে করদাতাদের নোটিশ দেওয়া হচ্ছে। আয়কর আইনের বিভিন্ন ধারায় একসঙ্গে একাধিক দাবি করা হলে নোটিশ পেতে পারেন। এই ক্ষেত্রে, করদাতাকে আইটিআর যাচাই এবং সংশোধন করতে হবে।
2/5কারা পাচ্ছেন আয়কর দফতরের নোটিশ? আয়কর আইনের ধারা 80G-এর অধীনে বিভিন্ন খরচে কর ছাড় পাওয়া যেতে পারে। এই ধারায় ছাড় দাবি করা ক্ষুদ্র ব্যবসায়ী বা করদাতারা বেশি নোটিশ পাচ্ছেন। দাতব্য তহবিল, ত্রাণ তহবিল এই পরিধির আওতায় আসে।
3/5এমন পরিস্থিতিতে বেতনভুক্ত শ্রেণির কর্মচারী হোক বা ব্যবসায়ী শ্রেণি... কর ও আয়ের হিসাব ভুল হলে আয়কর দফতর থেকে নোটিশ পেতে পারেন আপনি। দোষী সাব্যস্ত হলে, আপনাকে ২০০ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
4/5আপনি যদি আয়কর বিভাগ থেকে একটি নোটিশ পেয়ে থাকেন, তাহলে প্রথমে বিনিয়োগে দেখানো কাগজপত্র সংগ্রহ করুন। এই নথিগুলির ভিত্তিতে, নোটিশ প্রাপ্তির তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আইটিআর ফাইলিং সংশোধন করুন।
5/5যদি বেতনভোগী কর্মচারী হয়ে আপনি নোটিশ পেয়ে থাকেন, তাহলে ফর্ম ১৬-তে দেখানো ডিডাকশনের সঙ্গে নিজের ফর্ম মিলিয়ে নিন। ফর্ম ২৬এএস-এ আপনার ITR-এ দেওয়া সমস্ত ডিডাকশন যোগ করুন। টিডিএসের পরিমাণ ফর্ম ১৬ এবং ফর্ম ২৬এএস-এ একই হওয়া উচিত। যদি ফর্মে কোনও পার্থক্য থেকে থাকে, তাহলে আপনার কোম্পানিকে তা সংশোধন করতে বলুন।