Income Tax Rules Change: ১ জুলাই থেকে দেশের আয়কর সংক্রান্ত অনেক নিয়ম পরিবর্তন হবে। এই নিয়মগুলি কার্যকর করার জেরে বোঝা পড়বে আপনার পকেটেও। আসুন জেনে নেই এই পরিবর্তনগুলো সম্পর্কে...
1/4আধার-প্যান লিঙ্ক করার জন্য দ্বিগুণ জরিমানা: ৩০ জুনের মধ্যে আধার ও প্যান লিঙ্ক করার জন্য ৫০০ টাকা জরিমানা দিতে হবে। তবে ১ জুলাই থেকে এই জরিমানা বেড়ে হবে এক হাজার টাকা। আপনি যদি এখনও আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তবে ১ জুলাইয়ের আগে এটি করে নিন।
2/4আয়কর আইনের ধারা ২৩৪ এইচ অনুযায়ী (মার্চ ২০২১, অর্থবিল) ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করলে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। তবে, এই ধরনের প্যান কার্ডগুলি আরও ১ বছরের জন্য কার্যকর থাকবে। মার্চ ২০২৩ বা অর্থবর্ষে ২০২২-২৩ পর্যন্ত, এগুলি দিয়ে ITR ফাইল, রিফান্ড দাবি করা এবং অন্যান্য আয়করের কাজ সারা যাবে। (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস)
3/4উপহারের উপর ১০ শতাংশ TDS দিতে হবে: ব্যবসার ক্ষেত্রে প্রাপ্ত উপহারের উপর ১ জুলাই থেকে ১০ শতাংশ TDS দিতে হবে। এই কর সোশ্যাল মিডিয়া ‘ইনফ্লুয়েন্সার’ এবং ডাক্তারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের শুধুমাত্র তখনই TDS দিতে হবে যখন কোনও কোম্পানি তাদের মার্কেটিংয়ের উদ্দেশ্যে একটি পণ্য সরবরাহ করবে। অন্যদিকে, সেই পণ্যটি কোম্পানিকে ফেরত দিলে TDS প্রযোজ্য হবে না।
4/4ক্রিপ্টোকারেন্সিতে TDS দিতে হবে: আইটি আইনের নতুন ধারা ১৯৪এস-এর অধীনে, ১ জুলাই থেকে, যদি ক্রিপ্টোকারেন্সির জন্য লেনদেন এক বছরে ১০ হাজার টাকার বেশি হয়, তবে লেনদেনের উপর এক শতাংশ হারে চার্জ করা হবে। আয়কর বিভাগ ভার্চুয়াল ডিজিটাল সম্পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সমস্ত এনএফটি বা ডিজিটাল মুদ্রা এর পরিধির আওতায় আসবে।